শাসনের নামে সৎ মায়ের নির্যাতনের শিকার শিশু সানজিদা
সাভারের আশুলিয়ায় এবার পারিবারিক নির্যাতনের শিকার হয়েছে ১১ বছর বয়সী শিশুকন্যা সানজিদা। গত তিন দিন আগে সানজিদার সৎ মা ইচ্ছাকৃতভাবে তার শরীরে গরম দুধের পাতিল ফেলে দেওয়ায় পুরো ডান হাত মারাত্মকভাবে দগ্ধ হয়। আর হৃদয়বিদারক এই ঘটনাকে চাঁপা দিতে সানজিদাকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে বাড়িতে রেখে কথিত ডাক্তার দিয়ে চিকিৎসা করাচ্ছে তার পাষণ্ড বাবা।
আশুলিয়ার জিরানী এলাকায় সানজিদার বাড়িতে গিয়ে দেখা যায়, প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পেয়ে বিছানায় শুয়ে অঝোড়ে চোখের পানি ফেলে যাচ্ছে কোমলমতী এই শিশু সানজিদা।
এসময় প্রথমে আমাদের কাছে দীর্ঘ দিন ধরে তার উপর সৎ মায়ের শারীরিক নির্যাতনের কথা সংকোচ ও ভয়ে না বলতে পারলেও চোখের পানি দিয়ে তা বুঝিয়ে দেয়। পরে ঘর থেকে তার বাবা ও সৎ মাকে বের করে দিলে ওই দিনের ঘটনার বর্ণনা দেয় মেয়েটি।
“আমি সকালে স্কুল যাওয়ার আগে চুলায় দুধ গরম করতে দেয় মা। এসময় আমি একটু অন্যমনষ্ক হলে পাতিলে থাকা দুধ গরম হয়ে উপচে পড়ে। আর তা দেখেই মা এসে চুলার উপর থাকা গরম পাতিল আমার শরীর লক্ষ্য করে লাতি মারে। এতে পাতিলে থাকা গরম দুধ আমার ডান হাতে পরে পুড়ে যায়।”
তবে তার মা আগেও তাকে শারীরিক নির্যাতন করেছে কিনা? এমন প্রশ্নে যেন কালো ছায়া নেমে আসে মেয়েটির মুখে। অনেকক্ষণ চুপ থাকার পর চোখের কোটর বেয়ে পানি পড়তে থাকে সানজিদার। সানজিদা বলে, “খারাপ হোক, আর ভালো হোক তবুও সে আমার মা।” একথা বলে মুখি ফিরিয়ে নেয় সে।
পরে সানজিদার সৎ মা মুক্তি বেগমের কাছে সানজিদার এমন অবস্থার কিভাবে হলো জানতে চাইলে এটিকে নিছক শাসন বলে অবিহিত করেন।
তবে প্রশ্ন রাখা হয়েছিল সানজিদার বাবা রবিউল শেখের কাছে। কেন তার মেয়েকে এখনও হাসাপাতালে নেওয়া হয়নি প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাড়িতে ভালো ডাক্তার এনেই ওর চিকিৎসা করানো হচ্ছে। তবে জোর প্রয়োগের এক পর্যায়ে আজই সানজিদাকে হাসপাতালে ভর্তি করানো হবে বলে জানায় সে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সানজিদার একাধিক প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, সানজিদার বয়স যখন ২/৩ বছর, তখন তার মাকে তাড়িয়ে দেয় রবিউল। পরে বিয়ে করেন মুক্তাকে। তবে প্রথম দিকে স্বামী ও প্রতিবেশীদের মন রক্ষা করতেই সানজিদাকে যত্ন করত সে। কিন্তু পরে তার নিজের সন্তান জন্মের পর থেকে সানজিদাকে অপছন্দ করত মুক্তা। এবং ছোট-খাট নানা ব্যাপারে সব সময়ই বকাঝকা ও মারধর করত মেয়েটিকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন