শাস্ত্রী কোচ হতেই সৌরশাস্ত্রী কোচ হতেই সৌরভ ভয়ঙ্কর রেগে গেলেন! তুমুল ঝামেলা ভারতীয় ক্রিকেটেভ ভয়ঙ্কর রেগে গেলেন! তুমুল ঝামেলা ভারতীয় ক্রিকেটে

শাস্ত্রীকে কোচ হিসেবে চাননি সৌরভ। ফের প্রমাণিত এই ঘটনায়। পিছনের কারণ জেনে নিন।
অনেক নাটকের পর অবশেষে মঙ্গলবার রাতে ভারতীয় কোচের নাম চূড়ান্ত করেছে বিসিসিআই। সহবাগকে নিয়ে জল্পনা থাকলেও প্রত্যাশামতোই রবি শাস্ত্রীকে কোচ করা হয়েছে। বিদেশ সফরে সাময়িক ব্যাটিং পরামর্শদাতা হিসেবে থাকবেন রাহুল দ্রাবিড়। বোলিং কোচ হয়েছেন জাহির খান।
কোচ-অধ্যায়ে মধুরেণ সমাপয়েত ঘটলেও, নাটক অবশ্য এখনই শেষ হচ্ছে না। সর্বভারতীয় এক প্রচারমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী,
শাস্ত্রীর নিয়োগে মোটেও খুশি হননি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের সঙ্গে কোচ বাছাইয়ের দায়িত্বে ছিলেন সচিন ও লক্ষ্ণণ। সচিন ও লক্ষ্মণ শাস্ত্রীর নাম সুপারিশ করলেও রাজি ছিলেন না সৌরভ। শেষ পর্যন্ত শাস্ত্রীর সঙ্গে সৌরভের পছন্দের জাহির খানকে জুড়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক কর্তা বলেন, ‘‘প্রথমে সৌরভ শাস্ত্রীকে কোচ করতে মোটেই রাজি হচ্ছিল না। তবে জাহির খানকে জুড়ে দেওয়ার পর সৌরভ আর আপত্তি করতে পারেননি। জাহির এমন একজন ক্রিকেটার, যার প্রজ্ঞা নিয়ে কারোর কোনও সন্দেহ নেই।’’
সেই শীর্ষস্থানীয় বোর্ড কর্তা আরও জানান, ‘‘জাহির আধুনিক ক্রিকেটের সঙ্গে শুধু পরিচিতই নন, কোচিংয়েও যথেষ্ট অভিজ্ঞ। কেরিয়ারের শেষদিকে খেলার সময় জাহির অনুজ বোলারদের কার্যত মাঠেই পরামর্শ দিতেন। জাতীয় দলের উঠতি পেসাররা জাহিরের থেকে অনেক কিছু শিখতে পারবে। আইপিএল-এ দিল্লির হয়েও বোলারদের মেন্টরের ভূমিকা পালন করেছে ও।’’
গত বছরে কোচ নির্বাচনের সময় সৌরভ-শাস্ত্রীর খটাখটি এখনও টাটকা। শাস্ত্রী কোচ হওয়ার দৌড়ে এবারও ফেভারিট ছিলেও, সৌরভের সঙ্গে সম্পর্কের সমীকরণের জন্য সহবাগের নাম উঠে এসেছিল পরবর্তী কোচ হিসেবে। তবে শাস্ত্রীকে কোচ করার জন্য সৌরভের পছন্দের জাহির খানকে রেখে ভারসাম্য বজায় রাখা হল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন