বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শাহজালালের নিরাপত্তার মান দেখতে আসছে লুফথানসা

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার মান খতিয়ে দেখতে বুধবার (২৯ জুন) বাংলাদেশে আসছেন জার্মান জাতীয় বিমান সংস্থা লুফথানসা নিরাপত্তা বিশেষজ্ঞরা। লুফথানসা ঢাকা থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহন (কার্গো) নিষিদ্ধ করার দুদিন পর সংস্থাটির প্রতিনিধিরা এ সফরে আসছে। সংস্থাটির আঞ্চলিক নিরাপত্তা প্রধান ডেভিড এ দলের নেতৃত্ব দিচ্ছেন।

গত রোববার (২৬ জুন) বিমানবন্দর ও উড্ডয়ন নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশকে ‘উচ্চ ঝুঁকির’ দেশ হিসেবে তালিকাভুক্ত করে ঢাকা থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহন বন্ধ করে দেয় জার্মানির এ বিমান সংস্থাটি। ফলে ওইদিন থেকে কোনো কার্গো বিমান বাংলাদেশ থেকে জার্মানিতে যাচ্ছে না।

মঙ্গলবার (২৮ জুন) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানান, আকাশপথে সরাসরি পণ্য পরিবহন (কার্গো) বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ জার্মান সরকারের নয়, দেশটির বিমান সংস্থা লুফথানসার।

বিমানমন্ত্রী বলেন, এ নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিমান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রনালয় কিংবা সরকারকে অবহিত করা হয়নি। লুফথানসার পক্ষে বাংলাদেশ বিমানকে জানানো হয়েছে, বিমানবন্দরে নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ থেকে সরাসরি কার্গো পরিবহন করবে না তারা। প্রতিনিধি দল ঢাকা এলে নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলেও জানান বিমানমন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেন, বিমানকে বাংলাদেশকে জার্মান ভাষায় লেখা ওই চিঠিতে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে লুফথানসা বলেছে, ঢাকা থেকে আকাশপথে পণ্য পরিবহন ‘বিপদজ্জনক’। কী কারণে কিংবা কোন সূত্রের তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে তা প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে আলাপ করলে জানা যাবে বলেও জানান বিমানমন্ত্রী।

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পালন করছে বৃটিশ কোম্পানি রেডলাইন, বলেন বিমানমন্ত্রী। আকাশপথে পণ্য পরিবহনের মতো নিরাপত্তা ক্রটি সম্পর্কে তার কাছে কোন তথ্য নেই বলেও জানান তিনি।

নিরাপত্তা ত্রুটির একই অভিযোগে ২০১৫ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া এবং ২০১৬ সালের শুরুতে যুক্তরাজ্য ঢাকা থেকে সরাসরি কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। পরে তৃতীয় কোনো দেশে চেকিং করিয়ে নেয়ার শর্তে কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় অস্টেলিয়া।
শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের নিরাপত্তা দেখভালের দায়িত্ব পাওয়ার পর আকাশপথে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা তুলে নেয় ব্রিটেনেও।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত