সোমবার, আগস্ট ২৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শাহজালালের নিরাপত্তার মান দেখতে আসছে লুফথানসা

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার মান খতিয়ে দেখতে বুধবার (২৯ জুন) বাংলাদেশে আসছেন জার্মান জাতীয় বিমান সংস্থা লুফথানসা নিরাপত্তা বিশেষজ্ঞরা। লুফথানসা ঢাকা থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহন (কার্গো) নিষিদ্ধ করার দুদিন পর সংস্থাটির প্রতিনিধিরা এ সফরে আসছে। সংস্থাটির আঞ্চলিক নিরাপত্তা প্রধান ডেভিড এ দলের নেতৃত্ব দিচ্ছেন।

গত রোববার (২৬ জুন) বিমানবন্দর ও উড্ডয়ন নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশকে ‘উচ্চ ঝুঁকির’ দেশ হিসেবে তালিকাভুক্ত করে ঢাকা থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহন বন্ধ করে দেয় জার্মানির এ বিমান সংস্থাটি। ফলে ওইদিন থেকে কোনো কার্গো বিমান বাংলাদেশ থেকে জার্মানিতে যাচ্ছে না।

মঙ্গলবার (২৮ জুন) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানান, আকাশপথে সরাসরি পণ্য পরিবহন (কার্গো) বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ জার্মান সরকারের নয়, দেশটির বিমান সংস্থা লুফথানসার।

বিমানমন্ত্রী বলেন, এ নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিমান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রনালয় কিংবা সরকারকে অবহিত করা হয়নি। লুফথানসার পক্ষে বাংলাদেশ বিমানকে জানানো হয়েছে, বিমানবন্দরে নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ থেকে সরাসরি কার্গো পরিবহন করবে না তারা। প্রতিনিধি দল ঢাকা এলে নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলেও জানান বিমানমন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেন, বিমানকে বাংলাদেশকে জার্মান ভাষায় লেখা ওই চিঠিতে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে লুফথানসা বলেছে, ঢাকা থেকে আকাশপথে পণ্য পরিবহন ‘বিপদজ্জনক’। কী কারণে কিংবা কোন সূত্রের তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে তা প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে আলাপ করলে জানা যাবে বলেও জানান বিমানমন্ত্রী।

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পালন করছে বৃটিশ কোম্পানি রেডলাইন, বলেন বিমানমন্ত্রী। আকাশপথে পণ্য পরিবহনের মতো নিরাপত্তা ক্রটি সম্পর্কে তার কাছে কোন তথ্য নেই বলেও জানান তিনি।

নিরাপত্তা ত্রুটির একই অভিযোগে ২০১৫ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া এবং ২০১৬ সালের শুরুতে যুক্তরাজ্য ঢাকা থেকে সরাসরি কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। পরে তৃতীয় কোনো দেশে চেকিং করিয়ে নেয়ার শর্তে কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় অস্টেলিয়া।
শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের নিরাপত্তা দেখভালের দায়িত্ব পাওয়ার পর আকাশপথে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা তুলে নেয় ব্রিটেনেও।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা