শাহজালালে যাত্রীর পেট থেকে ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেট থেকে ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ সোমবার জহিরুল ইসলাম নামে ওই যাত্রী সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে নামেন। পায়ুপথ দিয়ে পেটের ভেতর স্বর্ণ লুকিয়ে এনেছিলেন তিনি।
এ ব্যাপারে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার আল আমিন জানান, বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় যাত্রী জহিরুলকে সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় জহিরুল ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন বের করে দেন।
তিনি জানান, স্বর্ণের চেইন বের করে দেওয়ার পরও তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে উত্তরার একটি ক্লিনিকে নিয়ে পেট এক্সরে করা হয়। এতে তার পেটে আরও স্বর্ণ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
সহকারী কমিশনার আরও জানান, পেটে আরও স্বর্ণ থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর জহিরুলকে প্রচুর পরিমাণে পানি পান করিয়ে ছয়টি স্বর্ণের বার বের করা হয়। সবমিলিয়ে তার কাছ থেকে ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় জহিরুলকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন