শাহজালালে যাত্রীর পেট থেকে ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেট থেকে ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ সোমবার জহিরুল ইসলাম নামে ওই যাত্রী সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে নামেন। পায়ুপথ দিয়ে পেটের ভেতর স্বর্ণ লুকিয়ে এনেছিলেন তিনি।
এ ব্যাপারে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার আল আমিন জানান, বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় যাত্রী জহিরুলকে সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় জহিরুল ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন বের করে দেন।
তিনি জানান, স্বর্ণের চেইন বের করে দেওয়ার পরও তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে উত্তরার একটি ক্লিনিকে নিয়ে পেট এক্সরে করা হয়। এতে তার পেটে আরও স্বর্ণ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
সহকারী কমিশনার আরও জানান, পেটে আরও স্বর্ণ থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর জহিরুলকে প্রচুর পরিমাণে পানি পান করিয়ে ছয়টি স্বর্ণের বার বের করা হয়। সবমিলিয়ে তার কাছ থেকে ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় জহিরুলকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
গত ১৬ বছর যারা আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগী হয়েছেন তাদের কাছেবিস্তারিত পড়ুন

দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাজপ্রম বাংলাদেশের সমুদ্র ও সমতল এলাকায় আরও গ্যাসবিস্তারিত পড়ুন

ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
শেষের পথে সারাবিশ্বের মুসলমানদেরে পবিত্রতম মাস রমজান। অপেক্ষা ঈদ-উল-ফিতরের। রমজানবিস্তারিত পড়ুন