শাহজালালে ৪০ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০ লাখ টাকার স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজ। আটক ওই ব্যক্তির নাম জহিরুল ইসলাম (৩২) এবং পেশায় ইলেকট্রিশিয়ান।
সোমবার সকালে সিঙ্গাপুর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা আসেন।
বিমানবন্দর কাস্টম হাউজের সহকারী কমিশনার এ এইচ এম আহনাসুল কবির জানান, আজ (সোমবার) সকাল সাড়ে ৭টায় সিঙ্গাপুর থেকে ইউএস বাংলার বিএস ৩০৮ ফ্লাইটে শাহজালালে ওই যাত্রী অবতরণ করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে তাকে স্বর্ণ বহনের কথা জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন।
তিনি আরও বলেন, অধিকতর জিজ্ঞাসা করলে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার বহনের কথা স্বীকার করেন। কিন্তু প্রিভেনটিভ দল তাকে উত্তরার একটি স্থানীয় হাসপাতালে নিয়ে এক্সরে করলে পেটে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে বিমানবন্দরের টয়লেটে তার পেট থেকে ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা ৭টির স্বর্ণের বারের ওজন ৭০০ গ্রাম এবং তার কাছে থাকা আরও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। উদ্ধার করা মোট ৮শ’ গ্রামের স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
আটক জহিরুল ইসলামকে ফৌজদারি মামলা দায়েরপূর্বক থানায় সোপর্দ করা হবে বলে জানান এ এইচ এম আহনাসুল কবির।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন