শাহবাগে গণজাগরণের উল্লাস
যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় আপিল বিভাগেও পুনর্বহাল থাকায় উল্লসিত গণজাগরণ মঞ্চ।
মঙ্গলবার সকালে সর্বোচ্চ আদালতের রায়ের পর শাহবাগে অবস্থানরত গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা একে অপরকে জড়িয়ে ধরে উল্লাস করতে থাকেন।
এ সময় এক প্রতিক্রিয়ায় সংগঠনটির একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার জানান, এই রায়ের ফলে সব ষড়যন্ত্র পরাজিত হয়েছে এবং রাজপথের আন্দোলন জয়ী হয়েছে।
ইমরান বলেন, জামায়াতের অর্থ-প্রতিপত্তি ব্যবহার করে রায় প্রভাবিত করার চেষ্টা করেছেন কাসেম আলী। এ রায়ের মাধ্যমে আদালত আবারও প্রমাণ করলো কোনো অপরাধের ক্ষেত্রে আদালত আপস করে না। এসময় তিনি মীর কাসেমের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানান।
উল্লেখ্য, একাত্তরে হত্যা-গণহত্যার দায়ে আলবদর বাহিনীর অন্যতম শীর্ষনেতা মীর কাসেম আলীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন