শাহবাগে চাকরিপ্রার্থী-পুলিশ সংঘর্ষ, আহত ৫০, আটক ১৩

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের সময় চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশের হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সভাপতি ইমতিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস, নয়ন, বিল্লাল, সুইটি, ইশরাত ইমন। বাকিদের নাম জানা যায়নি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের ক্লিনিকে পাঠানো হয়েছে। এদের মধ্যে আহত ইমতিয়াজ, সঞ্জয়সহ ১৩জনকে আটক করেছে পুলিশ। তাদেরকে শাহবাগ থানা থেকে রমনা থানায় নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সোহাগ জানান, চাকরিপ্রার্থীরা বয়স বাড়ানোর দাবি নিয়ে বিকাল তিনটা থেকে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নিতে শাগবাগে জরো হয়। প্রায় সহস্রাধিক চাকরিপ্রার্থী শান্তিপূর্ণভাবেই তাদের কর্মসূচি পালন করছিল। একপর্যায়ে শাহবাগে যানচলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ একপর্যায়ে যানচলাচল স্বাভাবিক রাখার জন্য তাদেরকে রাস্তা থেকে তাড়াতে চাইলে সংঘর্ষ শুরু হয়। পুলিশের এলোপাথাড়ি টিয়ার গ্যাসে ছত্রভঙ্গ হয়ে যায় কর্মসূচি। এসময় অনেকেই আহত হয়। কিছুক্ষণ পর তারা ফের শাহবাগে জাদুঘরের সামনে জমায়েত হতে শুরু করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন চাকরিপ্রার্থী জানান, আমরণ অনশনে যাওয়ার পরিকল্পনা করছেন তারা। আটকদের দ্রুত মুক্তি এবং দাবি না মানা হলে আজ শুক্রবার থেকেই শাহবাগে আমরণ অনশন শুরু করার হুশিঁয়ারি দেন আন্দোলনরত ওই চাকরিপ্রার্থী।
কর্মসূচিতে অংশ নেযা কয়েকজন চাকরিপ্রার্থী বলেন, তাঁরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন। গড় আয়ু যখন ৪৫ বছর ছিল, তখন চাকরিতে প্রবেশের বয়স ছিল ২৭। গড় আয়ু যখন ৫০ ছাড়াল, তখন প্রবেশের বয়স ৩০ করা হলো। এখন গড় আয়ু প্রায় ৭১। এ ছাড়া সেশনজটসহ বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা পাস করেও বের হতে পারেন না। অবসরের বয়সও দুই বছর বাড়ানো হয়েছে। বিদেশের কোনো কোনো দেশেও চাকরির প্রবেশের বয়স বেশি। এসব বিবেচনায় চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো উচিত। এই দাবিতে তাঁরা গত প্রায় তিন বছর ধরে আন্দোলন করে আসছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন