শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শাহবাগ থানায় সাংবাদিক পেটানোর ছবি প্রকাশ

রাজধানীর শাহবাগ থানায় বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের ক্যামেরা পারসন আবদুল আলিমকে পুলিশের পিটুনির বেশ কিছু ছবি পাওয়া গেছে। এতে দেখা যায়, আলিমকে মাটিতে ফেলে বুট দিয়ে ঘাড়ে লাথি দেয়া হয়।

বৃহস্পতিবার বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে জাতীয় কমিটির আধা বেলা হরতাল চলাকালে এই ঘটনা ঘটে।

সকাল থেকেই শাহবাগ এলাকায় পুলিশের আচরণ ছিল মারমুখী। তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিতে সমর্থনকারী বামপন্থি ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের ওপর নির্বিচারে হামলা করে তারা। বিনা উস্কানিতে পুলিশ কাঁদানে গ্যাসের পাশাপাশি গরম পানি ছোড়ে বলে অভিযোগ করছেন নেতা-কর্মীরা। এ সময় ছোড়া রাবার বুলেটে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকি আক্তার আহত হন। তবে পুলিশ আবার রাবার বুলেট ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে।

দুপুরের দিকে পুলিশের মারমুখি আচরণের শিকার হন এটিএন নিউজের ক্যামেরাপারসন আবদুল আলিম। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে শাহবাগ থানার সামনে দুই জনকে আটক করে থানার ভেতরে নেয়। বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের ক্যামেরাম্যান আব্দুল আলিম ওই ঘটনার ভিডিও করতে যান। এ সময় পুলিশ সদস্যরা তার ক্যামেরা কেড়ে নিয়ে তাকে মারপিট করেন।

ওই ঘটনায় প্রকাশিত ছবিতে দেখা যায়, সাংবাদিক আলিমকে ধরে ঘাড়ে ধাক্কা দিয়ে মাটিতে বসিয়ে দেয়ার চেষ্টা করেন ছয় জন পুলিশ সদস্য। একজন পেছন থেকে আলিমের শার্ট টেনে ছিড়ে ফেলেন। তিনি তার পা দিয়ে আলিমের ঘাড়ে আঘাত করেন।

এক পর্যায়ে আলিম মাটিতে বসে পড়তে বাধ্য হন। এ সময়ও তার পেছনে লাথি চলতে থাকে। অন্য একজন তখন আলিমের মাথা ধরে রাখেন যেন তিনি নড়াচড়া করতে না পারেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গণমাধ্যমকর্মী পুলিশকে তার পেশাগত পরিচয় জানান। এরপরও তার পিঠ ও মাথায় লাঠি দিয়ে আঘাত হানা হয়।

ভুক্তভোগী আব্দুল আলিম সাংবাদিকদের বলেন, ‘আমি সাংবাদিক বলার পরও পুলিশ আমাকে গেটের মধ্যে নিয়ে মারধর করে। তাদের বাধা দিতে গেলে আমাদের রিপোর্টার ইশান দিদারকে পিটিয়েছেন পুলিশ।’

এই ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা শাহবাগ থানায় অবস্থান নিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচার দাবি করতে থাকেন। তারা বলেন, ব্যবস্থা নেয়ার আগ পর্যন্ত সেখান থেকে সরবেন না তারা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, থানার ভেতরে সিসি ক্যামেরায় সব ফুটেজ ধারণ করা আছে। এই ফুটেজ দেখে জড়িতদের খুঁজে বের করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি

ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন

ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় ওএসডি হওয়া যুগ্ম সচিব আটক
  • সারজিস আলম: দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
  • রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬
  • বিমানের লাগেজ থেকে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
  • মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষকের কারাদণ্ড
  • বেনজীরের ঢাবি’র পিএইচডি ডিগ্রি বাতিলের প্রস্তাব
  • মতিউর গোয়েন্দা নজরদারির মধ্যে দেশেই আছেন