শাহরুখকে চিঠি লিখতেন বাঁধন!

বলিউড বাদশা শাহরুখ খানকে নিয়মিত চিঠি লিখে পাঠাতেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন। একজন ভক্ত হিসেবে শাহরুখকে প্রচণ্ড মাত্রায় ভালোবাসতেন তিনি। সেজন্য প্রতিনিয়ত চিঠি পাঠিয়ে যেতেন।
কিন্তু বাঁধনের পাঠানো সে চিঠির জবাব কোনোদিনও দেননি শাহরুখ। তবুও আশা ছাড়েননি তিনি। চিঠি পাঠানো চালিয়ে গেছেন বাঁধন। এখন মিডিয়া কাজের ব্যস্ততার কারণে সেদিকে মনোযোগ দিতে না পারলেও শাহরুখের প্রতি ভালোবাসা এতটুকু কমেনি তার। বাস্তব জীবনের এমন সত্যিকার ঘটনা নিয়ে মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে আসছেন বাঁধন।
তার প্রিয় নায়ক যে শাহরুখ খান সেটা বাঁধন অকপটেই বলেছেন এই অনুষ্ঠানে। এতে হাজির হয়ে তিনি তার জীবনের আরও মজার মজার সব ঘটনার কথাও বলেছেন। তিনি জানিয়েছেন প্রথম প্রেমের কথাও। একটি ছেলেকে খুব ভালোবাসতেন বাঁধন কিন্তু সেই ছেলেটির কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন তিনি।
শুধু তাই নয়, মিডিয়ায় আসার পর, শাকিব খান ও ইমনের সঙ্গে মূলধারার চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পাওয়ার কথাও বলেন ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে। তবে নানা কারণে আর সেসব ছবিতে অভিনয় করা হয়নি তার। অবশ্য এখনো একটি ভালোমানের ছবিতে কাজ করার ইচ্ছা রয়েছে বলে জানান এ অভিনেত্রী।
জুবায়ের ইকবাল ও রকিবুল রুশোর প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর এ পর্বটি উপস্থাপনা করেছেন রুম্মান রশীদ খান এবং জিওন। এটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ৮টায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন