শাহরুখকে বাবা বলে পরিচয় দেন না আরিয়ান!

বলিউড বাদশা শাহরুখ খানকে নিজের বন্ধু বা পরিচিত বলে পরিচয় দিতে পারলে নিজেদের ধন্য মনে করেন এমন লোকের সংখ্যা কিছু কম নয়। তার সঙ্গে একবারের আলাপ বা একবার হাত মেলানোর কথা কতজন সারা জীবন ধরে লোকের কাছে বার বার বলে বেড়ান। আমজনতা কেন, বলিউডের কত নায়িকাও তার সঙ্গে অন্তত এক বার কাজ করার জন্য পাগল! আর সেই শাহরুখ খানকে কি না নিজের বাবা বলে পরিচয়ই দিতে চান না তার বড় ছেলে আরিয়ান!
শুধু তাই নয়, যদি কেউ তাকে চিনে ফেলে, তাও অবলীলায় অস্বীকার করে নাকি প্রসঙ্গ এড়িয়ে যান আরিয়ান। এটা কোনও গুজব নয়। এ কথা সবাইকে নিজেই জানিয়েছেন শাহরুখ।
খুব সম্প্রতি তার নতুন ফিল্ম ‘ফ্যান’-এর প্রচার অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
কেন এমন করেন আরিয়ান? জবাবে শাহরুখ বলেন, ‘স্টার কিড’ বলে কেউ যদি ওকে চিনে ফেলে, সে ক্ষেত্রে স্বাভাবিক মেলামেশা বা কথা বলার ক্ষেত্রে অস্বস্তি বোধ করেন আরিয়ান। তা ছাড়া যারা ওকে চিনতে পারেন, তারাও কিছুতেই আর স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না। তাই দুই তরফা এই অস্বস্তি এড়াতেই নাকি এমনটা করে থাকেন আরিয়ান।’
আর এতে নাকি ‘পাবলিক প্লেসে’ স্বচ্ছন্দে ঘোরাফেরা করতে পারেন আরিয়ান। বলিউড বাদশার ছেলে হয়েও সাধারণ থাকার জন্য আরিয়ানের এই চেষ্টায় খুশি শাহরুখও।
সূত্র: ডিএনএ
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন