শাহরুখকে সপাটে চড় মহিলার। কেন? কোথায়?
শোনা যাচ্ছে, ট্রেনে তাঁর সংরক্ষিত আসনে মহিলাকে বসতে বাধা দেন শাহরুখ, সেই জন্য ওই মহিলা সপাটে চড় মারেন। কিন্তু শাহরুখ খান কেনই বা ট্রেনে চাপতে গেলেন?
সামনেই শাহরুখ অভিনীত ‘ফ্যান’-এর মুক্তি। কিন্তু, তার আগে এ কী কাণ্ড! চড়-কাণ্ডে শাহরুখ?
শাহরুখ খান ভক্তদের ভালবাসা পেতে পারেন, তা বলে চড়! শাহরুখ ভক্তদের রাগ হতেই পারে, তাঁদের প্রিয় বাদশাকে যদি কেউ চড় মারেন। তা-ও আবার ‘ফ্যান’-এর মুক্তির আগে, তা হলে…। ট্রেনের মধ্যে মহিলার হাতে সপাটে চড় খেয়েছেন শাহরুখ। দামি-গাড়ি, যখন-তখন প্লেনে যাওয়ার সুযোগ থাকতে হঠাৎ ট্রেনেই বা চাপতে গেলেন কেন শাহরুখ?
খোদ বলিউড বাদশাই তাঁর উত্তর দিয়েছেন ‘ফ্যান’-এর ট্রেলার মুক্তি অনুষ্ঠানে। নয়ের দশকের শেষে মুম্বইয়ে তখন তিনি একজন স্ট্রাগলার। ভাগ্য পরীক্ষায় দিল্লি থেকে ট্রেনে মুম্বইয়ে আসছিলেন। মুম্বইয়ের কাছে ট্রেন আসতেই পিলপিল করে সংরক্ষিত কামরায় লোক উঠে পড়েছিল। শাহরুখের বার্থে এক মহিলা বসতে গেলে তিনি বাধা দেন, আর প্রত্যুত্তরে মহিলা সপাটে চড় কষান শাহরুখকে। কারণ, তাঁর জানা ছিল না মুম্বইয়ের কাছে ট্রেন এলে তা লোকাল ট্রেন হয়ে যায়। দিল্লিতে কোনওদিন লোকাল ট্রেন ছিল না, তাই বুঝতে অসুবিধা হয়েছিল এসআরকে-র।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













