শাহরুখের জন্মদিনে ভক্তদের জন্য উপহার (ভিডিও সহ)

এই জন্মদিনটা অবশ্যই শাহরুখের জন্য আলাদা রকম। ৫০ বছরে পা দেওয়া বলে কথা। সংগ্রামী দিনকাল পেরিয়ে পরিণত হয়েছেন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সফলতম অভিনেতা, পেয়েছেন অগুণতি ভক্ত। জন্মদিনে সেই ভক্তদের জন্যই এক ‘বিশেষ’ উপহার দিলেন বলিউডের কিং খান। ভক্তদের জন্য নিজের ভক্তবেশী চেহারা, এমন উপহারকে তো বিশেষ বলতেই হয়!
এমনিতেই গতকাল শাহরুখের বাড়ি ‘মান্নাত’ এর সামনে তাঁর ভক্তরা ভীড় জমিয়ে তোলেন। দেখলে যে কারোই মনে হতে বাধ্য যে নিশ্চয়ই কোনো বড় রকমের রাজনৈতিক সমাবেশ চলছে! তবে প্রিয় তারকার জন্য মানুষের ভালোবাসা হয় নিঃস্বার্থ, সেখানে কোনো সমস্যাই বাধা মানে না। হাজার ঝামেলা আর ঠেলাঠেলি করে হলেও ভক্তরা হাজির হয়েছেন শাহরুখের বাড়ির সামনে, তাকে এক নজর দেখে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। তাদের নিরাশ করেননি কিং খান। একসময় বারান্দায় এসে তাদের প্রতি শুভেচ্ছা জানান হাত নেড়ে, নিজের ট্রেডমার্ক ভঙ্গিমায়।
সেইসাথে, রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আসন্ন ছবি ‘ফ্যান’ এর টিজার প্রকাশ করেন তিনি। সাথে লিখেচেন, ‘আপনাদের এতদিনের অসীম ভালোবাসার প্রত্যুত্তরে আমি আমার হৃদয় নিংড়ানো এই সৃষ্টিকে উপহার দিলাম’।
‘ফ্যান’ ছবিতে শাহরুখ খান অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে, যেখানে একইসাথে তাকে একজন সুপারস্টার এবং তাঁর ভক্তের চরিত্রে দেখা যাবে। যশ রাজ ফিল্মসের ব্যানারে এই ছবিটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। পরিচালনায় রয়েছেন মনীশ শর্মা। আগামী বছরের ১৫ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন