শাহরুখের দুই গালে চুমু আলিয়া আর পরিনিতির! কেন? কোথায়? দেখুন ছবি

দুই নায়িকা তাঁদের জমানো আদর ঢেলে দিলেন শাহরুখের দুই গালে। চুমুতে ভরে গেল শাহরুখের গাল। পরিণীতি তুলে ফেললেন সেই মুহূর্তের সেলফিও। সেই ছবি পোস্ট করলেন টুইটারে।
প্রাপ্য ছিল ছোট্ট ছেলে আব্রামের। পেলেন বাবা শাহরুখ। হচ্ছে দুই সুন্দরী নায়িকার আদরের কথা।
শাহরুখের নতুন ছবি ‘ফ্যান’ মুক্তির পর আলিয়া ভাট আর পরিণীতি চোপড়া গিয়েছিলেন শাহরুখের বাড়ি। সেখানে গেলেই শাহরুখের ছোট্ট ছেলে আব্রামকে আদরে চুমুতে ভরে দেন নায়িকারা। কিন্তু সেদিন তাঁরা যখন গেলেন তখন আব্রাম ঘুমোচ্ছে। কী আর করা? দুই নায়িকা তাঁদের জমানো আদর ঢেলে দিলেন শাহরুখের দুই গালে। চুমুতে ভরে গেল শাহরুখের গাল। পরিণীতি তুলে ফেললেন সেই মুহূর্তের সেলফিও। সেই ছবি পোস্ট করলেন টুইটারে। তলায় লিখলেন, ‘‘আব্রাম ঘুমোচ্ছে। অগত্যা এই দুটো গালই ভরে দিলাম ভালোবাসায়।’’
বলিউডে এই নিয়ে মৃদু গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। নিন্দুকেরা বলছে, ছেলে ঘুমোনোর অজুহাত দিলেও আসলে বাবাকে সোহাগ জানানোই ছিল দুই নায়িকার উদ্দেশ্য।
যে যা বলছে বলুক। আসুন, আমরা দেখে নিই টুইটারের সেই ছবি—
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন