শাহরুখ খানও ধমক খেলেন!

বলিউড বাদশা শাহরুখ খান, তিনি নাকি অভিনয় করতে গিয়ে ঠিকঠাক মত পারেননি। আর এ জন্য পরিচালকের কাছে ধমকও খেয়েছেন! এটা কি বিশ্বাস করার মত? কিন্তু ঘটনাটা ঠিকই ঘটেছে। তাহলে বাদশাও ধমক খান?
জানা গেছে, কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ছবি ‘ফ্যান’ সিনেমার শুটিংয়ে শাহরুখের একটি দৃশ্যের অভিনয় দেখে বেশ বিরক্ত হয়ে উঠেছিলেন পরিচালক মনীশ শর্মা। সিনেমাটির বেশ কয়েকটি দৃশ্যে শাহরুখের অভিনয় নাকি পছন্দ হয়নি নির্মাতার।
সূত্র বলছে, এ কারণে শাহরুখকে তার ‘বাজিগর’ সিনেমার একটি দৃশ্য অনুকরণ পর্যন্ত করতে হয়েছিল। এরপরও শট দিতে গিয়ে ব্যর্থ হচ্ছিলেন শাহরুখ। কিছুতেই তার অভিনয় পছন্দ হচ্ছিল না পরিচালকের। এক পর্যায়ে তিনি শাহরুখ খানকে ধমক দিয়ে উঠেন। বিষয়টি ভালোভাবেই নিয়েছিলেন কিং খান। তিনি সেটে বসেই ‘বাজিগর’ সিনেমাটি দেখে ‘ফ্যান’-এর সেই দৃশ্যের শুটিং শেষ করেন। এখানেই শেষ নয় এ জন্য শাহরুখকে ৭ টি রি-টেকও দিতে হয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন