‘শাহরুখ পাকিস্তানি এজেন্ট, ওকে পাকিস্তানে পাঠিয়ে দাও’
ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছেন শাহরুখ খান। সরাসরি বলেছেন, এমন পরিস্থিতি চলতে থাকলে দেশ অন্ধকার যুগে চলে যাবে। বিতর্কিত কট্টরপন্থী হিন্দুত্ববাদী নেত্রী সাধ্বী প্রাচী পাল্টা মন্তব্যেই বুঝিয়ে দিলেন, ভারতে ধর্মীয় অসহিষ্ণুতার মাত্রা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে! দি ইকোনমিক টাইমসের খবরে জানা গেল, শাহরুখকে একজন ‘পাকিস্তানি এজেন্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন প্রাচী। শুধু তাই নয়, শাহরুখকে পাকিস্তানে চলে যাওয়ার ‘পরামর্শ’ও দিয়েছেন তিনি।
‘শাহরুখ খান আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের একজন এজেন্ট, কারণ তিনি পাকিস্তানি বিশ্বাস ও চেতনার প্রতিফলন ঘটান। ওকে পাকিস্তানে পাঠিয়ে দাও, এমন লোকের অবশ্যই ওই দেশে চলে যাওয়া উচিত,’ এভাবেই মন্তব্য করেন প্রাচী। সংবাদকর্মীদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন তিনি।
বিতর্কে জড়ানো বা এমন মন্তব্য করা প্রাচীর জন্য নতুন কিছু নয়। বিশ্ব হিন্দু পরিষদের এই নেত্রী এ বছর মার্চ মাসে শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে অভিযুক্ত করেছিলেন এই বলে যে, তাঁরা একধরনের ‘হিংস্রতার সংস্কৃতি’ ছড়িয়ে দিচ্ছেন তরুণ প্রজন্মের মধ্যে। তিনি তরুণ প্রজন্মকে এমন পরামর্শও দেন যে, তারা যেন কখনোই এই তারকাদের অনুসরণ না করে।
কেবল কথায় নয়, কার্যকলাপেও প্রাচীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে গুরুতর। ২০১৩ সালে মুজাফফরনগরের রায়টের ঘটনায়ও তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ হয়েছে। মুজাফফরনগর রায়ট কেসে ২৩ অক্টোবর প্রাচীসহ ইউনিয়ন মন্ত্রী সঞ্জীব বলিয়ান, এমএলএ সুরেশ রানার বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন