শাহরুখ-সালমান এবার একসঙ্গে ঈদ করছেন

বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান এবার একসঙ্গে ঈদ উদযাপন করবেন।
মঙ্গলবার সন্ধ্যায় বলিউড তারকা শাহরুখ খান তার টুইটার বার্তায় জানান, তিনি আসন্ন ঈদের দিনটি কাটাবেন তার প্রিয় বন্ধু সালমান খানের সঙ্গে। এই দিন তিনি সালমান খানের সঙ্গে একটু ব্যস্ত থাকবেন।
বর্তমানে ‘সালমান-শাহরুখ’ সম্পর্ক বেশ জমজমাট। তবে ঈদের দিন তারা দুজন কীভাবে কাটাবেন, সে বিষয়ে আর কিছু বলেননি কিং খান।
বলিউডের দুই খান শাহরুখ ও সালমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক সময় সবার কাছেই ছিল ঈর্ষণীয় এক বিষয়। কিন্তু তাদের সেই গভীর বন্ধুত্বে ফাটল ধরে ২০০৮ সালের ১৬ জুলাই। সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের জন্মদিনের অনুষ্ঠানে তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন এই দুই
পরে ২০১৩ সালের রমজান মাসে এক ইফতার অনুষ্ঠানে আলিঙ্গন করে পাঁচ বছরের দ্বন্দ্বের অবসান ঘটান ‘বলিউড বাদশাহ’ শাহরুখ ও ‘দাবাং’ তারকা সালমান।
তবে সে সুসম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি তাদের। পরে পুরনো জেরেই সম্পর্কের অবনতি ঘটে তবে তা অনেকটাই ছিল লোকচক্ষুর আড়ালে, কারণ ব্যক্তিগত এসব দ্বন্দ্বের বিষয়ে গণমাধ্যমের এমন নিছক বাড়াবাড়ি বিরক্তির কারণ ছিল বটে।
বছর খানেক আগে সব মনোমালিন্যের অবসান ঘটিয়ে পুরনো বন্ধুত্বে ফিরছেন এ দুই তারকা। পুরনো বছরের সব দ্বন্দ্ব মিটিয়ে নতুন বছরে ভক্তদের জন্য এমন ইঙ্গিতই যেন দিচ্ছেন দাবাং তারকা সালমান খান এবং বাদশা শাহরুখ খান।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন