শাড়ির বিকল্প নেই সাথে চুলের স্টাইল
২৬ মে, ২০১৫ ইং
জ্যৈষ্ঠের ঠা ঠা রোদ। হালকা বাতাস থাকলেও গরমের অস্বস্তি লাগে। এমন গরমে দিনে দুপুরে কিংবা রাতে বাইরে বের হতে হয় কাজের তাগিদে, অনুষ্ঠানে উপস্থিত হতে অথবা প্রিয়জনের সাথে বাইরে যেতে। গরমের কথা মাথায় রেখে নির্বাচন করতে হয় পোশাক।
কিছু কিছু অনুষ্ঠানে পোশাক হিসেবে শাড়ির বিকল্প থাকে না। শাড়ির সাথে ভাবতে হয় চুল বাঁধার স্টাইল। নানাভাবে চুল বাঁধা যায়। কিন্তু এই গরমে চুলের সাজগোজে আপনাকে হতে হবে সচেতন। গরম এড়িয়ে শাড়ির সাথে বিভিন্ন স্টাইলে চুল বাঁধতে পারেন। শাড়ির সাথে চুলের স্টাইল নিয়ে লিখেছেন আফরোজা মোহনা
বিভিন্ন পার্টি বা বিয়ের অনুষ্ঠানে গর্জিয়াস শাড়ি আর মেকআপের সাথে খোঁপা না করলে যেন সাজটাই অসম্পূর্ণ রয়ে যায়। যাদের চুল লম্বা তারা অনেক সময় বিপাকে পড়ে যান কিভাবে চুল বাঁধবেন সেটা নিয়ে। গরমে চুল ছাড়লে অস্বস্তি লাগে। অনুষ্ঠানের চুল নিয়ে যদি স্বাচ্ছন্দ্যবোধ না করেন তবে উত্সবের আমেজটাই ম্লান হয়ে যাবে। তাই শাড়ির সাথে বিভিন্ন খোঁপার স্টাইলে চুল বেঁধে নিজেকে উপস্থাপন করতে পারেন। হালামলে মেয়েরা পাশ্চাত্যের স্টাইলে খোঁপা করতে পছন্দ করে। শাড়ির সাথে ক্রস র্যাফেলস, ভ্যালেন্টাইন র্যাফেলস স্টাইলে চুল বাঁধতে পারেন।
সাধারণ র্যাফেলস স্টাইলও ঘরে বসে করে নিতে পারেন। অনেকে গোল খোঁপায় চুল সাজাতে পছন্দ করেন। কেউ কেউ রিং খোঁপায় সাচ্ছন্দ্যবোধ করেন। তবে এক্ষেত্রে মাথার সামনের চুল ফুলিয়ে নিতে হবে। তারপর খোঁপার ভাঁজে গোজে দিন তাজা ফুল। এতে আপনাকে আরও প্রাণবন্ত লাগবে। বাংলা কিংবা হিন্দি স্টাইলে চুল বাঁধা যায়। এতে আপনার সাজে দেশীয় ইমেজ ফুটে ওঠবে। অনেকে খোঁপা করতে চায় না। তাদের জন্য রয়েছে বিভিন্ন স্টাইলের বেণি। বর্তমান সময়ে ফ্রেঞ্চ বেণির বেশ কদর বয়েছে। ছোট-বড় সব ধরনের চুলেই এই বেণি করা যায়। অনেকে বেণি হিসেবে রিবন টুইস্ট স্টাইল পছন্দ করে।
পশ্চিমা ধাঁচের স্টাইল হলেও শাড়ির সাথে বেশ মানিয়ে যায়। মাথার এক পাশে সিঁথি করে খেজুর বেণি করতে পারেন। সামনে ছোট করে চুল কাটা থাকলে সেগুলো ফুলিয়ে নিন। পার্টি কিংবা বিয়ের জমকালো অনুষ্ঠান ছাড়া সাধারণ শাড়ির সাথে পনিটেল স্টাইলে চুল বাঁধতে পারেন। এছাড়া লো এবং হাই পনিটেল স্টাইল করতে পারেন। কম সময় লাগবে আপনার প্রস্তুত হতে। রোদে বাইরে কাজ করতে স্বস্তি পাবেন। অনেকে গরমে চুল ছোট করে ফেলেন। অসহ্য গরম থেকে বাঁচতে চুল না কেটে নানা স্টাইলে চুল বেঁধে নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারেন
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন