শিকাগোতে কৃষ্ণাঙ্গ তরুণকে হত্যার আগের ভিডিও প্রকাশ [ভিডিও]
শিকাগো শহরে এক কৃষ্ণাঙ্গ তরুণকে হত্যার আগে পুলিশ তার সঙ্গে যে আচরণ করেছে তার ভিডিও প্রকাশ করা হয়েছে। শুক্রবার পুলিশের একটি স্বাধীন তদন্ত কমিশন এ ভিডিওটি প্রকাশ করেছে।
এতে দেখা গেছে, তাড়া করার আগে পুলিশ ওই তরুণের গাড়িতে গুলি করেছিল। গত ২৮ জুলাই গাড়ি চুরির সন্দেহে পল ও`নীল নামে ১৮ বছরের ওই তরুণকে হত্যা করে পুলিশ।
পুলিশ সদস্যদের শরীরে সংযুক্ত ক্যামেরায় অস্ত্র হাতে তাকে তাড়া করার দৃশ্য ধরা পড়ে।
ভিডিও ফুটেজটিকে তদন্ত কমিশনের পক্ষ থেকে ‘মর্মান্তিক ও উদ্বেগজনক’ বলে মন্তব্য করা হয়েছে।
শিকাগোতে সবোর্চ্চ স্বচ্ছতার অঙ্গীকারের অংশ হিসেবে এই প্রথম পুলিশের ক্যামেরায় ধারণ করা কোনও ভিডিও এত দ্রুত প্রকাশ করা হল । নতুন আইন অনুসারে পুলিশের বড় ধরনের গোলাগুলির ঘটনায় ৬০ দিনের মধ্যে ভিডিও প্রকাশ করতে হবে। ২০১৪ সালে এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যার পর নতুন এ আইন কার্যকর করা হয়।
পুলিশের অভিযোগ , ও’নীল একটি গাড়ি চুরি করে পালাতে চেষ্টা করলে পুলিশ তাকে তাড়া করে এবং গুলি ছোড়ে। পোস্টমর্টেম পরীক্ষায় দেখা গেছে, শরীরের পেছনে গুলি লাগার কারণে তার মৃত্যু হয়েছিল। এই ঘটনায় অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
ও’নীল নিহত হওয়ার সময়কার দৃশ্য প্রকাশ করা হয়নি। এ ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে পুলিশের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেছেন, এক পুলিশ সদস্যের ক্যামেরা ত্রুটিপূর্ণ থাকায় বিষয়টি রেকর্ড করা হয়নি।
https://youtu.be/HrB-ju3v5Ic
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন