শিক্ষকের পিটুনিতে স্কুলছাত্রী হাসপাতালে
সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় স্কুলশিক্ষকের বেধড়ক পিটুনিতে নিশাদ তাসনিম জয়া নামে এক স্কুলছাত্রী আহত হয়েছেন। কলারোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন জয়া জানান, বুধবার ক্লাস চলাকালীন সময় এক বান্ধবীর কলম মেঝেতে পড়ে গেলে তিনি তা তুলে নিয়ে লিখছিলেন। এ সময় শিক্ষক মাহফুজ এসে তাকে মারপিট করে। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে।
জয়ার মা চম্পা খাতুন জানান, প্রথমে তাকে কলারোয়া হাসপাতালে নেয়া হয়। পরে ডাক্তারদের পরামর্শে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে স্থানীয় শফি ডায়গনস্টিক সেন্টারে ভর্তি করা হয়েছে।
তবে মারপিটের বিষয়টি অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব জানান, মেয়েটি স্কুলে না খেয়ে এসেছিল। শ্বাসকষ্টজনিত কারণে মেয়েটি ক্লাসে অসুস্থ হয়ে পড়লে তাকে আমার রুমে নিয়ে আসা হয়। ওষুধ খাওয়ানোর পর মেয়েটির চাচা তাকে বাড়িতে নিয়ে যান।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক মাহফুজুর রহমান জানান, ক্লাস চলাকালে মেয়েটি পেছনের বেঞ্চে বসে খাতায় অংকন করছিল। আমি তাকে বকা দিয়ে বেত দিয়ে একটি আঘাত করি। তবে তাকে যেভাবে মার দেই তাতে তার আহত হওয়ার কথা নয়। হাসপাতালে নেয়ার পর আমি তাকে দেখতে গিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন
কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৯ পিছ স্বর্ণের বারসহবিস্তারিত পড়ুন