শিক্ষকের বেত্রাঘাতে চতুর্থ শ্রেণির ছাত্র আহত
সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষকের ব্যক্তিগত কাজ কথা মতো না করায় চতুর্থ শ্রেণির এক ছাত্রকে বেত্রাঘাত করা হয়েছে। শিক্ষকের কথা মতো নির্দিষ্ট পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলের পেট্রোল না আনায় হাসিবুল হোসেন পলক নামে ওই ছাত্রকে নির্মমভাবে নির্যাতন করা হয়।
বুধবার (২৪ আগস্ট) আহত শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কালিগঞ্জ উপজেলার উত্তর কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে।
কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার পলকের বাবার অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রভাত কুমার মণ্ডলকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে এবং ঘটনার সত্যতা মিললে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পলকের বাবা আব্দুল মান্নান সাতক্ষীরা সদর হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী। তারা কালিগঞ্জ উপজেলার নারায়ানপুর গ্রামের বাসিন্দা।
আব্দুল মান্নান জানান, এক সপ্তাহ আগে উক্ত স্কুলের সহকারি শিক্ষক কামরুল ইসলাম তার ব্যবহৃত মোটরসাইকেলের পেট্রোল কেনার জন্য পলককে কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন কালিগঞ্জ ফিলিং স্টেশনে একটি বোতল দিয়ে পাঠান। পাম্প কর্তৃপক্ষ ছোট শিশুর কাছে পেট্রোল বিক্রি না করায় পলক পার্শ্ববর্তী জয়নুলের দোকান থেকে পেট্রোল কেনে। পাম্প থেকে পেট্রোল না আনায় শিক্ষক কামরুল ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিকভাবে পলককে গালি গালাজ করেন। স্কুল ছুটি থাকায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে স্কুলে কোচিং চলাকালে পূর্বের ঘটনা তুলে পলককে লাঠি দিয়ে এলোপাতাথাড়ি পিটিয়ে জখম করেন শিক্ষক। সহপাঠী রাকিব ও সুমন ঠেকাতে গেলে তারাও শিক্ষকের লাঠির আঘাত প্রাপ্ত হন। আহত হাসিব বাড়ি ফেরার পর তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. হাবিবুল্যাহ বেলালী জানান, ‘পলকের পিঠে ও ডান হাতে লাঠির আঘাতের কয়েকটি চিহ্ন রয়েছে। বুধবার সকালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়িতে বিশ্রামে থাকতে বলা হয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে উত্তর কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল সরকার বলেন, ‘সহকারী শিক্ষক কামরুল ইসলাম মারপিটের ঘটনাটি সম্পর্কে জেনেছি। বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা চলছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন
কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৯ পিছ স্বর্ণের বারসহবিস্তারিত পড়ুন