শিক্ষকের বেত্রাঘাত, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা
শিক্ষকের বেতের আঘাতে অপমাণিত হয়ে ঝিনাইদহের এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। গত রোববার ঘটনাটি ঘটলেও আজ বুধবার খবরটি ছড়িয়ে পড়ে।
ঘটনার শিকার শিক্ষার্থী ও তার মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, শৈলকুপা উপজেলার কেশনগর গ্রামের ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করে লাভলী খাতুন। স্কুলে অনুপস্থিতির জরিমানার টাকা দিতে ব্যর্থ হওয়ায় শিক্ষিকা মুক্তি বেগম লাভলীকে বেত্রাঘাত করেন। এতে অপমানিত হয়ে বাড়িতে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে সে।
লাভলী খাতুন জানায়, কিছু কারণে তিনদিন স্কুলে যেতে পারেনি সে। তিনদিন পর গত রোববার স্কুলে গেলে শিক্ষিকা মুক্তি বেগম তাকে ৬০ টাকা জরিমানা করেন। ওই মুহূর্তে লাভলীর কাছে টাকা না থাকায় মুক্তি বেগম তাকে বেত দিয়ে মারতে থাকেন। বাড়ি থেকে টাকা এনে দেওয়ার কথা বলার পরও বেত দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকেন ওই শিক্ষিকা।এতে ভীষণ অপমানিত বোধ করে লাভলী। পরে টিফিনের সময় বাড়ি ফিরে ভাত খাওয়ার পরে সে ঘরে থাকা কীটনাশক পান করে আবার স্কুলে যায়।
লাভলীর মা লাইলী খাতুন বলেন, স্কুলে যাওয়ার পর তার মেয়ে বমি করতে থাকে। তখন শিক্ষিকা মুক্তি ম্যাডাম বাড়িতে খবর পাঠান । খবর পেয়ে তিনি লাভলীকে শৈলকুপা উপজেলা হাসপাতালে এনে ভর্তি করেন। বর্তমানে শঙ্কামুক্ত হলেও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে ।
এ বিষয়ে বিস্তারিত জানতে শৈলকুপা ব্র্যাক অফিসে গিয়ে শাখা ব্যবস্থাপক কৃষ্ণ বিশ্বাসকে পাওয়া যায়নি। তবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বিষয়টি জানানো হবে ।
তবে ঘটনাটি গোপন রাখায় পুলিশ বা প্রশাসনের কেউ এ সম্পর্কে কিছু জানতে পারেননি। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল হক আজ দুপুরে সাংবাদিকদের মাধ্যমে এ ঘটনা জানতে পারেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে তিনি সংবাদকর্মীদের আশ্বস্ত করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন