শিক্ষক মা-ছেলের বয়সের ব্যবধান ছয় বছর
তারা দুজন একই বিদ্যালয়ের শিক্ষক। একজন মা, অন্যজন ছেলে। কিন্তু কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই দুই সহকারী শিক্ষক মা ও ছেলের বয়সের ব্যবধান মাত্র ছয় বছর।
মা তালাশ বানু তার চতুর্থ ছেলে আশিকুর রহমান রানার চেয়ে ছয় বছরের বড়। বিষয়টি ফাঁস হওয়ায় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন ও সমালোচনা।
এ বিষয়ে সম্প্রতি কুমারখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসীর স্বাক্ষরসংবলিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিকুর রহমান রানার জন্ম ১৯৭৩ সালের ৩১ ডিসেম্বর এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মা তালাশ বানুর জন্ম ১৯৬৭ সালের ১ জানুয়ারি। এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত দাবি করেছে এলাকাবাসী।
শিক্ষিকা তালাশ বানুর সঙ্গে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় জানার পর ফোনটি দেন তার ছেলে আশিকুর রহমান রানার কাছে। রানা বলেন, “এটা সরকারি বিষয়, সরকারই দেখবে, আপনার দেখার দরকার নেই।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসের এটিও জানান, তারা অভিযোগের সত্যতা পেয়েছেন। তবে ছেলের বয়স সঠিক, কিন্তু মায়ের বয়স কমিয়ে আনা হয়েছে।
অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে উপজেলা শিক্ষা অফিসার বলেন, ‘এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করেছি। তারা আজকালের মধ্যে রিপোর্ট দেবে। অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেয়া হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !
অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ারবিস্তারিত পড়ুন
১৫ হাজার কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিজলাবট এলাকায় গড়াই নদের চরে কলাগাছ লাগিয়েছিলবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু
বজ্রপাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খোলা মাঠে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন