শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে গিয়ে সাতজন গুলিবিদ্ধ
শিক্ষক লাঞ্ছনার ঘটনায় মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে শিক্ষক-ছাত্রসহ সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশসহ আরো আটজন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পলিটেকনিক কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আহত কয়েকজন হলেন শিক্ষক সুদীপ্ত কুমার সিংহ, রাকিবুল হাসান, বাবুল কুমার, বিদ্যুত আলী ও ছাত্র সজল মণ্ডল, ইদ্রিস আলী, সাগর ও ইব্রাহিম। তাঁদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমুল হুদা জানান, পলিটেকনিক শিক্ষক লাঞ্ছনার ঘটনায় যুবক মোস্তাক হোসেনকে আটকের দাবিতে আজ সকালে পলিটেকনিক কলেজের সামনে মাগুরা-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে ছাত্ররা। পুলিশ তাদের অবরোধ প্রত্যাহার করতে বলে। কিন্তু ছাত্ররা তা না করে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মিরাজসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে ১৭টি রাবার বুলেট ছোড়া হয়।
পলিটেকনিক কলেজের অধ্যক্ষ মুনির হোসেন জানান, বিজয় দিবসের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষক মোকলেছুর রহমানকে ক্যাম্পাসের বাইরে লাঞ্ছিত করে স্থানীয় মোস্তাক নামের এক যুবক। তাকে গ্রেপ্তারের দাবিতে ছাত্ররা সড়ক অবরোধ করলে পুলিশ অতর্কিতে লাঠিচার্জ ও রাবার বুলেট ছোড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষক ও ছাত্র আহত হন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন