শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানালেন সেই শিক্ষক [ভিডিও সহ]


নারায়ণগঞ্জে স্কুল শিক্ষক শ্যামল কান্তিকে বেআইনীভাবে বরখাস্ত করা হয়েছে- তদন্ত কমিটির এমন রিপোর্টের ভিত্তিতে শিক্ষামন্ত্রী ওই শিক্ষককে স্বপদে বহাল রাখার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে স্কুল পরিচালনা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় নির্যাতিত শিক্ষক শ্যামল কান্তি বলেন, আমি শিক্ষামন্ত্রীকে হাজার হাজার সালাম জানাই। তিনি আমার সঠিক বিচারের ব্যবস্থা করেছেন। যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত ছিলেন তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বেসরকারী টেলিভিশন চ্যানেল যমুনা টিভির এক প্রতিবেদন থেকে এমন তথ্যই জানা গেছে।
স্বাস্থ্যের অবস্থা জানতে চাইলে শ্যামল কান্তি বলেন, এখন আমি পুরোপুরি ভালো নেই। কারণ, আমাকে যেভাবে আঘাত করা হয়েছে সেটা এখনও সেরে উঠে নাই। আমার সবচেয়ে বেশি ব্যাথা আছে মাথায়। আমার বুকের পাজরে এখনও অনেক ব্যাথা আছে, পিঠে ব্যাথা আছে, থাইয়ে ব্যাথা আছে। আমার বুকে উঠে পাড়ানো হয়েছে, মাথায় ইট দিয়ে আঘাত করা হয়েছে। আমাকে চেয়ার থেকে টেনে-হিঁচড়ে ফেলে দেওয়া হয় এবং কিল-ঘুষি মারে। দুর্বৃত্তরা তাদের ভাড়াটে গুন্ডা দিয়ে আমাকে মারধর করিয়েছে। তারা আমাকে বলেছে আমাকে মেরে লাশ বানিয়ে দেবে।
https://youtu.be/fFgKkSXPzU0
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













