শিক্ষামন্ত্রীর নির্দেশ টাকা ফেরত দিতে হবে ৭দিনের মধ্যে
এসএসসি পরীক্ষায় আদায়কৃত অতিরিক্ত টাকা সাত দিনের মধ্যে শিক্ষার্থীদের ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, ২০১৫ সালে যেসব প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় বোর্ড কর্তৃক নির্ধারিত অর্থের অতিরিক্ত টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করেছে তাদের সাত দিনের মধ্যে ওই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, এমপিও বাতিলসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার সচিবালয়ে বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। জানা গেছে, ২০১৫ সালে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় ফরম পূরণের সময় বোর্ড কর্তৃক নির্ধারিত টাকার অতিরিক্ত টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করেছে। এ নিয়ে আদালতে রিট করে ভুক্তভোগী মহল। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গভর্নিংবডিকে অকার্যকর ঘোষণা করে একটি সুয়োমোটো রুল জারি করেন।
জানা যায়, এসএসসিতে বাড়তি টাকা আদায়ের ঘটনায় ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আদায়কারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের আদেশ ও প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার সংবাদ সম্মেলন করে সাত দিনের মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত বাড়তি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন।
শিক্ষামন্ত্রী বলেন, যেসব প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক নির্ধারিত অর্থের অতিরিক্ত টাকা আদায় করেছে সেসব প্রতিষ্ঠানের একটি তালিকা তৈরি করা হয়েছে। এসব প্রতিষ্ঠান সাত দিনের মধ্যে টাকা ফেরত দিয়েছে কি না, তা তদারকি করে সংশ্লিষ্ট বোর্ডগুলো মন্ত্রণালয়কে জানাবে।
তিনি বলেন, ‘শুধু এসএসসি পরীক্ষায় নয়, যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভর্তির নীতিমালা লঙ্ঘন করে বর্ধিত হারে ভর্তি ফি, টিউশন ফি, সেশন ফি নিচ্ছে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। সংশ্লিষ্ট বোর্ডগুলো এসব প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে মন্ত্রণালয়কে জানাবে। তারপর আমরা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
এ সময় শিক্ষাসচিব সোহরাব হোসাইনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
গত ১৬ বছর যারা আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগী হয়েছেন তাদের কাছেবিস্তারিত পড়ুন

দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাজপ্রম বাংলাদেশের সমুদ্র ও সমতল এলাকায় আরও গ্যাসবিস্তারিত পড়ুন

ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
শেষের পথে সারাবিশ্বের মুসলমানদেরে পবিত্রতম মাস রমজান। অপেক্ষা ঈদ-উল-ফিতরের। রমজানবিস্তারিত পড়ুন