শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নিলে ব্যবস্থা: যোগাযোগ মন্ত্রী
সরকারি মালিকানাধীন বাস বিআরটিসিসহ অন্যান্য বাসগুলোতেও শিক্ষার্থীদের মূল ভাড়ার অর্ধেক নিতে হবে বলে জানিয়েছেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি রাজধানীতে কোন পরিবহন যদি শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া না নেয় তাহলে অভিযোগের ভিত্তিতে সেই পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন মন্ত্রী।
গত সোমবার ঢাকাস্থ বিআরটিসির কার্যালয়ে বাস ডিপো ব্যবস্থাপকদের সাথে মন্ত্রীর এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, ‘আপনাদের মাধ্যমে জানতে পারলাম শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়া হচ্ছে না। তার পরিপ্রেক্ষিতে আমি এই মুহুর্ত থেকে নির্দেশ দিচ্ছি, রাজধানীতে চলাচলরত বিআরটিসির পাশাপাশি অন্যান্য পরিবহনেও শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিবে। আর না নিলে অভিযোগ জানাবেন। দায়ী পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
তবে কোথায় বা কার কাছে শিক্ষার্থীরা অভিযোগ জানাবে সে বিষয়ে কিছুই জানান নি মন্ত্রী। রাজধানীতে এ জাতীয় অভিযোগ জানানোর মত কোন পদ্ধতি বা সেন্টার চালু নেই।
রাজধানীতে শিক্ষার্থীদের কাছ থেকে মূল ভাড়ার অর্ধেক নেয়ার নিয়ম থাকলেও সেটি দিতে গিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় শিক্ষার্থীদের। অনেক সময় বাসের কন্ট্রাকটারের সাথে ঝগড়াও লেগে যায়। এ পরিস্থিতিতে যোগাযোগ মন্ত্রীর এ নির্দেশ কতটা কাজে দেয় সেটিই দেখার বিষয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন