শিক্ষা অফিসের সভায় হাজির মৃত অধ্যক্ষ!
খাগড়াছড়ির পানছড়ির প্রাথমিক শিক্ষা অফিসের কাছে মৃত অধ্যক্ষ জাকির এখনো জীবিত! ছয় মাস আগে ওই অধ্যক্ষ মারা গেলেও প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সভায় তাকে উপস্থিত দেখানো হয়েছে! সভার বিবরণীতে মৃত অধ্যক্ষ ও বদলিকৃত দুই কর্মকর্তার উপস্থিতি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা গেছে, পানছড়ি উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্ণামেন্ট সর্ম্পকিত প্রাথমিক শিক্ষা অফিসের এক সভা অনুষ্ঠিত হয়।
সভার রেজুলেশনে (কার্যবিবরণী) পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মৃত মুহাম্মদ জাকির হোসাইন, বদলি হয়ে যাওয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজান মিয়া ও পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সনজিব ত্রিপুরা বিভাগীয় কাজে বাইরে থাকলেও সভায় উপস্থিতি দেখানো হয়।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন স্বাক্ষরিত রেজুলেশন কপিটি বিভিন্ন দপ্তরে বিতরণ করা হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহাজান কবির শাজু মঙ্গলবার রেজুলেশন কপি হাতে পেয়ে হতভম্ব হয়ে যান। কেননা ৬ মাস আগে অধ্যক্ষ জাকির হোসেন মৃত্যু বরণ করেন। খুলনায় বদলি হয়ে যান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন এ প্রতিবেদককে মুঠোফোনে জানান, ভুলবশত ঘটনাটি ঘটেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
খাগড়াছড়িতে সাংবাদিককে পেটালেন যুবলীগ নেতা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় নুর নবী অন্তর নামে স্থানীয় এক সাংবাদিককেবিস্তারিত পড়ুন
উপজাতি গৃহবধূকে পাহাড়ের নিচে গলা কেটে হত্যা
খাগড়াছড়ির গুইমারা দুর্গম এলাকায় পাহাড়ের নিচ থেকে মহিনী ত্রিপুরা (৩৫)বিস্তারিত পড়ুন
খাগড়াছড়িতে প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আরিফা বেগম নামে একবিস্তারিত পড়ুন