শিখে নিন, বিশ্বের জনপ্রিয় পাজেল রুবিক্স কিউব কিভাবে মেলাবেন (ভিডিওসহ)
শুরুটা ১৯৭৪ সালে। ইর্নো রুবিক নামের একজন হাঙ্গেরিয়ান প্রকৌশলী এবং ভাস্কর চেয়েছিলেন এমন একটা ত্রিমাত্রিক ছোট জিনিস বানাতে যেটা স্বাধীনভাবে যেকোনো দিকে ঘোরানো যাবে। তার বানানোর লক্ষ্য ছিল অন্যদের ত্রিমাত্রিক বিষয় সম্পর্কে ধারণা দেয়া। কিন্তু তিনি ছয়টা রঙ (কমলা, নীল, লাল, সবুজ, সাদা, হলুদ) ব্যবহার করে এমন একটা ধাঁধা বানিয়ে ফেললেন যেটার সমাধান করতে তার কয়েক মাস লেগে যায়। তিনি পাজেলটির ভবিষ্যৎ দেখতে পেলেন। ১৯৭৫ সালে এর পেটেন্ট তৈরি করেন ওই সালেই এটি হাঙেরিতে সর্বোচ্চ বিক্রি হয়।
১৯৮০ সালে এ পাজেলটিকে বৈশ্বিকভাবেবিক্রি শুরু হয়। ওই সাল থেকে আজ পর্যন্ত রুবিক্স কিউব ই হলো সবচেয়ে বেশি বিক্রি হওয়া খেলনা। ৩৫ বছরে শুধুমাত্র হাঙেরিতেই ৩৫০ মিলিয়ন কিউব বিক্রি হয়েছে। শিশু থেকে কিশোর,তরুন,এমনকি বৃদ্ধ সবাই এটি সমাধান করতে জীবনে একবার না একবার চেষ্টা করেছেন। রুবিক যে কিউবটি আবিষ্কার করেছিলেন তার তল ছিল ছয়টি এবং সেটা ছিল ৩x৩ কিউব।এরপর প্রায় প্রতিবছর ই বিভিন্ন ধরন, বিভিন্ন আকারের কিউব আবিষ্কার হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো এই ৩x3 কিউবটিই প্রায় ৪৩২৫২০০৩২৭৪৪৮৯৮৫৬০০০ পদ্ধতিতে মেলানো যায়। যদি কেউপ্রতি সেকেন্ডে একটি ঘুর্ণন করেও মেলাতে চেষ্টা করে তবুও কোটি কোটি বছর লেগে যাবে। একবার এক পদ্ধতিতে এটি মেলানো শিখলে পরের পদ্ধতি গুলো সহজ মনে হবে। একটি তলে তিনটি লেয়ার থাকে। উপরনিচ তিনটি এবং লম্বালম্বি তিনটি। অনেকেই এটা মেলাতে না পেড়ে হতাশ হয়ে পড়েন। আপনাদের জন্যই আজ একটি সহজ এলগরিথম দেয়া হলোঃ
সাধারণ নিয়ম
একটি ৩x৩ কিউবএর কোনার টুকরোগুলো শুধু এক কোনা থেকে অন্য কোনায় নেয়া যাবে। আর মাঝের টুকরোগুলো সবসময়মাঝখানেই নেয়া যাবে। আর একদম মাঝখানের রঙটিকে বেস বা ভিত্তি ধরে নিতে হবে। এটি কখনো পরিবর্তন করা যায় নাহ। আরেকটি সব এলগরিথমতেই কাজে লাগে লক মেথড।বাম পাশের বা ডান পাশের কোনায় পরপর দুটি সাদা আছে। আর থিক ওই লাইনের নিচেই শেষ কোনায় আরেকটি সাদা। এখন তিনটি রঙ একত্রিত করতে হলে প্রথমে দুটি সাদা যেখানে আছে তাকে উপর দিকে রেখে নিচের সাদা টিকে যদি লাইনটি বাম পাশে হয় তবে ডান পাশে এবং ডানে হলে বাম পার্শে একবার ঘুরাতে হবে যেন তা লক হয়ে যায়। উপরের সাদাটিকে নিচে নামাতে হবে। এরপর সাদা অংশটিকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে।আপনি পেয়ে যাবেন তিনটি সাদা।
ক্রস মেথড
এটি হলো সবচেয়ে সহজ একটি পদ্ধতি।খুব সহজেই এর মাধ্যমে মেলানো যায় রুবিক্স কিউব ।তবে স্পিড কিউবিং বা দ্রুত সমাধানে এটা সাধারনত ব্যবহার করা হয় নাহ। (মনে রাখতে হবে যে ঘর নিয়ে কথা হচ্ছে তা থাকবে আমাদের দিকে ঘোরানো।আশেপাশে লেয়ার ঘরানোর কথা বললেও শুরুর দিক যেন আমাদের দিকেই থাকে।
১) ধরে নেই সাদা হলো ভিত্তি।এবার মধ্য টুকরো সাদা এর আশেপাশে একটি প্লাস বা + তৈরি করতে হবে।কিছুক্ষন চেষ্টা করলেই এটি খুব সহজেই করা যাবে।এরপর দেখা যাবে যেকোন সাদার নিচের দুটি রঙ (মিডিল লেয়ার এবং মিডিল আপ লেয়ার) মিলে গেছে।না মিললে উপরের লেয়ার ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে কখন দুটি মিলে যায়।
২) সাদা উপরে রেখেঃ যদি পাশাপাশি তলের দুটি মিলে।(৯০%ক্ষেত্রে মিলবে) তবে বাকি দুই ঘরের মিডিল এবংআপ মিডিলটুকরো মেলাতে হবে।যে দুটি তলে মিলেছে সে দুটির একটিকে বাম পাশে রে ডান পাশের ঘরে উপরের ডানের সর্বশেষ লেয়ার এর মাঝখানের সাদাকে নিচে নামাতে হবে এবং উপরের লেয়ার কে ডানে একবার ঘোরাতে হবে।সাদা অংশটিকে আবার উপরে তুলতে হবে।ফলে নিচে নেমে আসা সাদা টিকে উপরে খালি হয়া জ়ায়গায় পুনঃস্থাপিত করতে হবে।আপনার কিউবের সাদার নিচের প্রথম দুই লেয়ারএর মিডিল মিলে গেছে।
৩) প্রথম লেয়ার মেলানোঃ সাদাকে উপরে রেখে সবচেয়ে নিচের লেয়ারে যে সাদা টুকরো রয়েছে তার নিচে যে রঙ থাকবে তাকে সেই ঘরে নিয়ে লক মেথড ব্যবহার করতে হবে ।এভাবে সাদা মিলে যাবে এবং সব ঘরের প্রথম লেয়ার মিলে যাবে।
৪) দ্বিতীয় লেয়ার মেলানোঃএবার হলুদকে উপরে রাখতে হবে। উপরের লেয়ারের মাঝখানের টুকরোটিকে তলের মাঝখানের ঘরের সাথে মেলাতে হবে।এরপর উপরের লেয়ারের মাঝখানের টুকরোটির উপরে যে রঙের টুকরো আছে সেই রঙ যে দিকে থাকবে তার বিপরীতে উপরের লেয়ার একবার ঘুরাতে হবে।এরপর যে পাশে ঘোরানো হয়েছে শুরুর ঘরের তার বিপরীত পাশের লেয়ারকে একবার উপরে তুলতে হবে।যে পার্শের লেয়ার তোলা হয়েছে সে দিকে উপরের লেয়ার একবার ঘোরাতে হবে ।যে লেয়ার নিয়ে কাজ হচ্ছিল(সাদা)সেটিকে নিচে নামিয়ে দিতে হবে।লক মেথড ব্যবহার করে সাদা মিলিয়ে ফেলতে হবে।একই পদ্ধতিতে আগাতে থাকলে দ্বিতীয় লেয়ার মিলে যাবে।যদি কখোন উপরে হলুদ চলে আসে।তবেও একই পদ্ধতি ব্যবহার করে আগাতে হবে।
৫) হলুদ মেলানোঃযদি মিডিলে পরপর তিনটি হলুদ থাকে তাহলে হলুদএর লাইনটিকে আমাদের দিকে রেখে যেকোন এক পাশকে আমাদের দিকে রেখে বাম লেয়ার বা ডান লেয়ার একবার উপরে তুলতে হবে।যে লেয়ার তোলা হবে তার বিপরীত দিকে উপরের লেয়ারকে ঘোরাতে হবে।উপরে তোলা লেয়ারটিকে(সাদা) নিচে নামিয়ে দিতে হবে।উপরের লেয়ারটিকে আরেকবার ঘোরাতে হবে(যেদিকে প্রথমবার ঘোরানো হয়েছিল।যেই লেয়ার প্রথমবার উপরে তোলা হয়েছিলঅর্থাৎ নিচে থাকা দুটি সাদাকে একবার উপরে তুলতে হবে।
দল বিচ্ছিন্ন সাদা টুকরোটিকে দুবার যেদিকে ঘোরানো হচ্ছিল সেদিকে ঘোরালে তা আবার সাদার সাথে মিলে যাবে।সাদাকে নিচে নামিয়ে দিতে হবে। এবার মিডিল ,মিডিল আপ এবং পাশের হলুদ টুকরো মিলে যাবে L।আমাদের দিকে উলটো L রেখে তার বাম পাশে (সাদা) একবার উপরে তুলতে হবে। উপরে তোলা সাদার দিককে আমাদের দিকে রেখে যে লেয়ারে সাদা তোলা হয়েছে তার বিপরীত দিকে উপরের লেয়ারকেঘোরাতে হবে। যেদিকের সাদা তোলা হয়েছিল ওই অংশের (ডান পাশের তলের) সাদা একবার উপরে তুলতে হবে। উপরের লেয়ারের সাদা আবার তার লাইনে এনে ঘুরিয়ে নামিয়ে দিতে হবে। হলুদের ক্রস পাওয়া যাবে ।
আবার ঐ পদ্ধতি ব্যবহার করলেই* (এক কর্নারে হলুদ টুকরো সহক্রসপাওয়া যাবে। যে কর্নারে হলুদ টুকরোটি থাকবে তার সংলগ্ন যেকোন তলের উপর লেয়ারে একটি হলুদ টুকরো থাকবে। টুকরোটি যে লেয়ারে সে লেয়ারকে একবার উপরে তুলতে হবে। যে পার্শে সাদা তিনটি উপরে লেয়ারকে তার বিপরীত দিকে একবার ঘোরাতেহবে এবং সাদাদ্বয়কে নিচে নামিয়ে দিতে হবে। যে পার্শে উপরের লেয়ারকে ঘোরানো হচ্ছিল সেদিকে একপবার ঘোরাতে হবে। সাদাদ্বয়কে আবার একবার উপরে তুলতে হবে। উপরের লেয়ারকে ঐ দিকেই দুবার ঘোরাতে হবে। সাদা নিচে নামিয়ে দিতে হবে। হলুদ সম্পুর্নভাবে মিলে যাবে। ৫০% সলভারের এখানে সমস্যা হতে পারে। আবার নতুন করে শুরু করে ঠান্ডা মাথায় ভালো করে পড়ে মেলান)
৬) সম্পূর্ণ মেলানোঃ যেকোন এক তলের উপরের লেয়ারের দুই কর্নার মেলানো থাকবে।না থাকলে ঘরিয়ে নিতে হবে উপরের লেয়ার টিকে।এখন হলুদকে আমাদের দিকে রেখে ডান পাশের মিলে যাওয়া লেয়ারটিকে একবার উপরে তুলতে হবে।ফলে হলুদের ঘরে ঐ রঙ এর লাইন চলে আসবে।আমাদের দিকের সবচেয়ে কাছের লেয়ারটিকে একবার দানে ঘোরাতে হবে।কর্নার মেলা ঘরে উঠে আসা সাদার লাইন কে একবার উপরে তুলে হলুদের ঘরে আনতে হবে। আমাদের দিক থেকে সবচেয়ে দূরে থাকা লেয়ারকে ডানে দুবার ঘোরাতে হবে ।
সাদা লাইনটিকে একবার পেছনে নিতে হবে। আমাদের সবচেয়ে কাছের লেয়ারটিকে বামে একবার ঘোরাতে হবে।সাদাকে আবার হলুদের ঘরে আনতে হবে।সবচেয়ে দুরেরে লেয়ারটিকে ডান পাশে আবার দুইবার ঘোরাতে। সাদার লাইনকে সাদার ঘরে নিয়ে যেতে হবে। এখন সবগুলি ঘর বা তলের দুই কর্নার মিলে যাবে এবং ৯৯% ক্ষেত্রে একটি তল সম্পুর্ন মিলে যাবে। সম্পূর্ণ মিলে যাওয়া তলের বিপরীত পার্শে যে তল থাকবে এখন তা নিয়ে কাজ করতে হবে। বিপরীত পার্শের মিডিল আপ লেয়ার যে কালারের হবে সেই কালার যে পার্শের ঘরে থাকবে উপরের লেয়ারকে সেদিকে ঘোরাতে হবে। ডান লেয়ার উপরে তুলতে হবে। ফলে সাদা লাইন আসবে।উপরের লেয়ারকে বামে একবার ঘোরাতে হবে। সাদাদ্বয়কে নিচে নামিয়ে দিতে হবে।উপরের লেয়ারকে একবার আবার বামে ঘোরাতে হবে। সাদাদ্বয় আবার উপরে তুলে দিতে হবে।উপর লেয়ারকে কে দুবার বামে ঘোরাতে হবে।সাদা লাইনকে নিচে নামিয়ে দিতে হবে। হলুদ তল নষ্ট হয়ে যাবে। আগের পদ্ধতি (* চিহ্ন দেয়া) অনুসারে মিলিয়ে ফেলতে হবে হলুদকে। ৯০% ক্ষেত্রেই এখানেই মিলে যাবে সব ঘর। আর না মিললে দুই কর্নার মেলা অবস্থায় থাকলে আবার একই পদ্ধতি অনুসরণ করলে মিলে যাবে। প্রতিটি ধাপ নিজে ধীরে ধীরে মনে রেখে চেষ্টা করুন। নিজে বুঝে অন্য পদ্ধতি চেষ্টা করুন।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন