বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিগগিরই জাতীয় দলে ডাক পাচ্ছেন এই নতুন মুখ!

ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে দারুণ নৈপুণ্য দেখালেন আফিফ হোসেন। আর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আসরের সেমিফাইনালের টিকিট কাটলো বাংলাদেশ। গ্রুপ পর্বে গতকাল রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানের কাছে এক উইকেটে হার দেখে বাংলাদেশের যুবারা।

আর এখন ধরেই নেয়া যায় শিগগিরই জাতীয় দলে ডাক পাচ্ছেন এই নতুন মুখ! অনূর্ধ্ব-১৯ দল থেকে সম্প্রতি মিরাজ দলে যায়গা করে নিয়েছেন। মুস্তাফিজ ও তাসকিন সুযোগ পেয়েছেন এর আগে।

তবে এতে ক্ষতি হয়নি তাদের। নেট রান গড়ে পাকিস্তান ও আফগানিস্তানকে পেছনে ফেলে গ্রুপ সেরার মর্যাদা নিয়েই সেমিফাইনালের টিকিট হাতে পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

গতকাল ব্যাট হাতে ম্যাচের সর্বোচ্চ ৮০ রানের ইনিংস শেষে ১০ ওভারের স্পেলে মাত্র ৩৭ রানে দুই উইকেট নেন বাংলাদেশের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন। আর আফিফের ক্ষিপ্র ফিল্ডিংয়ের শিকার হয়ে রানআউটে কাটা পড়ে পাকিস্তানের দুই উইকেট।

আগামী বুধবার আসরের দ্বিতীয় সেমফিাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। আগের দিন প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-আফগানিস্তান। গতকাল বি’ গ্রুপের অপর ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে সহজ জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আফগানিস্তান। গ্রুপ পর্বে আফগানিস্তানের কাছে হার দেখে পাকিস্তান। আর আফগানদের ১৪৬ রানে গুঁড়িয়ে দিয়ে চার উইকেটে জয় কুড়ায় বাংলাদেশ।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে সেমিফাইনাল। একই মাঠে ফাইনাল হবে আগামী ২৩শে ডিসেম্বর।
গতকাল শ্রীলঙ্কার গল মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে ১ বল বাকি রেখে ২৩০ রানে নিজেদের ইনিংস গুটায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ৪৯.১ ওভারে টার্গেট পার করে পাকিস্তানের যুবারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাট হাতে সর্বোচ্চ ৮০ রান করেন আফিফ হোসেন। ৪২ রান করেন মোহাম্মদ রাকিব। জবাবে শুরুর পাঁচ ব্যাটসম্যানের দৃঢ়তায় রুদ্ধশ্বাস জয় কুড়ায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বল হাতে দুটি করে উইকেট নেন আফিফ হোসেন ও সাখাওয়াত হোসেন। রানআউটে কাটা পড়ে পাকিস্তানের তিন উইকেট।

গ্রুপের তিন ম্যাচ শেষে সমান দুই জয়ে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় সমান ৯ পয়েন্টে। সিঙ্গাপুরের বিপক্ষে তিন দলই জয় কুড়ায় বোনাস ১ পয়েন্টসহ। গতকাল আগে ব্যাটিং শেষে ৭৫ রানে গুঁড়িয়ে যায় সিঙ্গাপুরের ইনিংস। জবাবে ৪.১ ওভারে টার্গেট পার করে আফগানিস্তান। ওপেনার দারবিশ রাসুলি ১৫ বলে করেন ৫৩ রান। এতে আসর থেকে বিদায় নিশ্চিত হয় গতবারের রানার্সআপ পাকিস্তানের।

এবারের বিপিএলে অভিষেকে চমক দেখান আফিফ হোসেন। আসর সেরা বোলিংয়ে রাজশাহী কিংসের বল হাতে ২১ রানে পাঁচ উইকেট নেন এ তরুণ স্পিনার। আর গতকাল ৯৪ বলের ইনিংসে আফিফ হাঁকান ৮ চার ও দুটি ছক্কা। অধিনায়ক সাইফ হাসান করেন ৩২ রান।

গতকালের ম্যাচটি আইসিসির যুব ওয়ানডের মর্যাদা পায়। এতে ইয়ুথ ওয়ানডে অভিষেক হয় দুদলের ২০ জন ক্রিকেটারের। ইয়ুথ ওয়ানডেতে আগেই অভিষেক হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাঈফ হাসান ও পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ জায়েদ আলমের।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি