‘শিগগিরই জানা যাবে বিদেশি হত্যাকাণ্ডের রহস্য’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদেশি হত্যাকাণ্ডের রহস্য বের করার চেষ্টা করা হচ্ছে। গোয়েন্দা পুলিশ, নিরাপত্তা বাহিনী তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশবাসী খুব শিগগিরই জানতে পারবে দুই বিদেশি হত্যাকাণ্ডে কারা জড়িত।
রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৩ তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি (এমএইচএস) প্রোগ্রামের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী। সেখানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কারাগারে প্রায় ১ হাজারের বেশি অবৈধ নাগরিক ছিল। তাদের শাস্তির মেয়াদ শেষ হয়েছে। তারপরও তারা ফিরে যাচ্ছে না। তাদের বিদেশি দূতদের বলার পরও তাদের নিচ্ছে না। এই মূহুর্তে ২ লাখ ১৪ হাজার ৭০০ বিদেশি বাংলাদেশে বিভিন্ন পেশায় কাজ করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, এ বছরের শুরুতে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মহাপরিচালকের নেতৃত্বে সড়ক ও রেল লাইনে বিশ হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়। সদস্যরা তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। দায়িত্ব পালন করতে গিয়ে ১৯ জন সদস্য শহীদ ও অর্ধশতাধিক আহত হয়েছেন। তাদের এই আত্মত্যাগ দেশ প্রেমের উজ্জল দৃষ্টান্ত। শুধু আইনশৃঙ্খলা রক্ষাই নয়, মানব সম্পদ উন্নয়ন তথা দেশের আর্থ সামজিক উন্নয়নে এ বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন, অতিরিক্ত মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জসিম উদ্দীন, উপ-মহাপরিচালক কর্নেল আসিফ ইকবাল, একেএম মিজানুর রহমান, ড. ফোরকান উদ্দিন আহমেদ, গাজীপুর জেলা আনসার ভিডিপি কমান্ডেন্ট ড. সাইফুর রহমান উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন