শিগগিরই টাইগারদের বোলিং কোচের নাম ঘোষণা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ কে হচ্ছেন-এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। হিথ স্ট্রিক চলে যাওয়ার পর পেস বোলিং কোচ হিসেবে একেক সময় আলোচনায় এসেছে একেক নাম।
অপেক্ষার অবসান ঘটিয়ে মাশরাফিদের নতুন পেস বোলিং কোচের নাম ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। আগামীকালই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে নতুন কোচের।
শুরুতে আকিব জাভেদ, চামিন্দা ভাস, চাম্পাকা রামানায়েক, ভেঙ্কাটেশ প্রসাদ- এ নামগুলো শোনা গিয়েছিল। তবে এখন শোনা যাচ্ছে অন্য তিনটি নতুন নাম-কার্টলি অ্যামব্রোস, কোর্টনি ওয়ালশ, অ্যালান ডোনাল্ড। এই তিনজনের মধ্যেই হয়তো কারও সঙ্গে মৌখিক চুক্তি সম্পন্ন করে ফেলেছে বিসিবি। বিসিবি সভাপতি তেমনই ইঙ্গিত করলেন।
শুক্রবার (২৬ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গুলশানে তার নিজ বাসায় আনু্ষ্ঠানিক সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচের প্রসঙ্গে বলেন, ‘আলোচনায় তিনটি নাম ছিল। এদের থেকেই একজন হতে যাচ্ছে বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ। আগামীকাল কিংবা পরশু আমিই আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাবো।’
বিসিবি সভাপতি জানান, ‘জাতীয় দলের অধিনায়ক, কোচ ও টিম ম্যানেজমেন্টের চাহিদা জেনেই কোচ নির্বাচন করেছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন