শিবিরকে অর্থ-যোগানের অভিযোগে কুয়েটের তিন কর্মকর্তা গ্রেপ্তার

খুলনায় জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে আর্থিকভাবে সহযোগিতা করার অভিযোগে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর তিন কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার হয়েছেন।
বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদের সোমবার খুলনার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম। তিনি জানান, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদে কুয়েটের সেকশন অফিসার মশিউর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের টেকনিশিয়ান মো. খায়রুল ইসলাম ও ইউআরপি ডাটা প্রসেসর মো. মনিরুল ইসলামকে কুয়েট ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করা হয়। তাদের থানায় রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২ মে ভোরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এরহলে শিবিরের গোপন বৈঠক চলাকালে অন্যান্য ছাত্ররা সেখানে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ১৪ জন শিবিরকর্মিকে আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। সেসময় গ্রেপ্তার হয় লুৎফর রহমান, মেহেদী, নাহিদ, নাসির, রুম্মন, শাহিন, মুজাহিদ, শামিউল, রেজাউল্লাহ, শাহিনুজ্জামান, আব্দুল্লাহ, নাঈম, আব্দুল আলীম ও আব্দুল্লাহ আরমান।
তাদের দেয়া তথ্য মতে, রবিবার এ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন