শিরোনামের পরে বিস্ময়সূচক চিহ্নঃ অস্ট্রেলিয়ান বোর্ডের চেয়েও ‘বড়লোক’ বিসিবি!

শিরোনামের পরে বিস্ময়সূচক চিহ্ন না দিয়ে পারা গেল না। সুবিশাল আয়তন ও নানা সম্পদে ভরপুর অস্ট্রেলিয়া বিশ্বের শীর্ষস্থানীয় উন্নত দেশগুলোর একটি। তাদের ক্রিকেট ঐতিহ্যও সুপ্রাচীন। গত দেড়শ বছর ধরে তারা শুধু বিশ্ব ক্রিকেটের শক্তিই নয়, রীতিমত পরাশক্তি। এই ধনী দেশটির অভিজাত ক্রিকেট বোর্ডকে (ক্রিকেট অস্ট্রেলিয়া) আর্থিক সামার্থ্যের দিক দিয়ে শত মাইল পিছনে ফেলে চমক দেখিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সম্পত্তির পরিমান প্রায় ৪১০ কোটি টাকা। সেখানে ক্রিকেট অস্ট্রেলিয়ার হাতে রয়েছে মাত্র ১৭৫ কোটি টাকার মতো।বছরে আয়ের দিক দিয়েও ক্রিকেট অস্ট্রেলিয়ার অনেক আগে বিসিবি। টিভি রাইটস, বিগব্যাশ, অন্যান্য স্পন্সর, আইসিসি থেকে প্রাপ্ত অর্থ বাবদ বছরে প্রায় ৭৫ কোটি টাকার মতো আয় করে থাকে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। অন্যদিকে বিসিবির আয় প্রায় ৭০ কোটি টাকার মতো। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যয় তুলামুলক বেশি হওয়ায় বছরে তাদের নিট আয় ২৫ কোটি টাকার মতো। অন্যদিকে বিসিবির নিট আয় ৪৫ কোটি টাকার কম নয়।
অথচ এক সময় ক্রিকেটের কার্যক্রম ও বিদেশে দল পাঠানোর টাকা জোগাড় করতেই হিমশিম খেতে হতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তবে ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারানো, ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া পর থেকে ঘুরে দাঁড়াতে থাকে বিসিবি। ইতিবাচক পরিকল্পনা ও প্রশাসনিক ব্যবস্থার কারণে বিসিাব পরিণিত হয় দক্ষ প্রতিষ্ঠানে। ২০১২ সালে আইপিএল চালু হওয়ার পর থেকে বিসিবির অ্যাকাউন্ট ধেই ধেই করে স্ফিত হতে থাকে। সঙ্গে টিভি, রাইটস, জাতীয় দলের টাইটেল স্পন্সর, অন্যান্য স্পন্সর, আইসিসি থেকে আসা লভ্যাংশ থেকে প্রতি বছর প্রচুর আয় করে থাকে বিসিবি।
সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় দলের অসাধারণ পারফরম্যান্স বিসিবির আর্থের চাকা আরো বেশি বেগবান করে দিয়েছে।আগামী ৭-৮ বছরের মধ্যে বিসিবির অর্থের পরিমান হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আর সেটা হলে ভারতীয় ক্রিকেটে বোর্ডের (বিসিসিআই) পরেই অবস্থান নেবে বিসিবি।
বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পতির পরিমান পায় ২৫ হাজার কোটি টাকা। ধনী বোর্ডের তালিকার দুই নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের সম্পত্তির পরিমান প্রায় সাড়ে ৫৫০কোটি টাকার মতো। এরপর রয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তাদের সম্পত্তি প্রায় ৪৪০ কোটি টাকা। এরপরে রয়েছে নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। ১৩০ কোটি টাকার সম্পত্তি নিয়ে সবার নিচে আছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন