শিরোপায় চোখ ভারতের,ছাড়তে নারাজ উইন্ডিজ
যুব বিশ্বকাপের সবচেয়ে সফল দল ভারত। এই নিয়ে ষষ্ঠবারের মতো ফাইনাল খেলছে তারা। এর আগে তিনবার শিরোপা জিতেছে, আর দুবার রানার্সআপ হয়েছে দলটি। সেই ভারতের বিপক্ষে এবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ক্যারিবীয় যুব দল।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শিরোপার যুদ্ধে নামবে দুই দল। বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি।
এবারের আসরে দারুণ খেলা ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় সুযোগ শিরোপা জয়ের। কাকতালীয় ব্যাপার হচ্ছে, এর আগে একবারই তারা ফাইনালে উঠেছিল, ২০০৪ বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম যুব বিশ্বকাপে। সেবার মাত্র ২৫ রানে পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। দীর্ঘদিন পর আবার তারা ফাইনালে উঠেছে, তাও বাংলাদেশে অনুষ্ঠিত আসরেই।
ক্যারিবীয় যুব দলটি এবার কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে এবং সেমিফাইনালে বাংলাদেশের মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে উঠেছে। তাই এবার ভারত যে সহজেই পার পাবে না তা বলাই যায়।
তাই নিজেদের জয়ে দৃঢ় আশাবাদী হলেও ভারতীয় অধিনায়ক ইশান কিষান ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে শক্ত প্রতিপক্ষই মানছেন, ‘ক্যারিবীয় দলটি এবার বেশ ভালো ক্রিকেট খেলছে, এটা ঠিক। স্বাভাবিক কারণে দলটি দারুণ উজ্জীবিত। তবে আমরা বিশ্বাস করি শিরোপার সাফল্য সহজেই আসে না। কঠিন প্রতিপক্ষকে মোকাবিলা করেই কোনো কিছু অর্জন করতে হয়। নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে পারলে চ্যাম্পিয়ন আমরাই হব।’
উজ্জীবিত ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শিরমন হেটমেয়ার ছাড় দিতে নারাজ ভারতকেও, ‘ভারতের এই দলটি এখনো অপরাজিত। তারা শক্ত প্রতিপক্ষও বটে। অবশ্য আমরা সেমিতে আরেক অপরাজিত দল বাংলাদেশকে হারিয়েছি। তাই দলের খেলোয়াড়দের মনোবল বেশ ভালো জায়গায় রয়েছে। তাই প্রতিপক্ষ যে দলই হোক না কেন, তাদের ছাড় দিতে নারাজ আমরা।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন