শিরোপা থেকে আর মাত্র দুই কদম দূরে বাংলাদেশ : আগারকার
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠায় প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেট খেলুড়ে প্রায় সব দেশের সাবেক ক্রিকেটাররা এই কাতারে আছেন। ভারতের সাবেক ক্রিকেটার অজিত আগারকার। তিনি মনে করেন, যোগ্য দল হিসেবেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
‘বাংলাদেশ শিরোপা থেকে আর দুই কদম দূরে’ বলে মন্তব্য করলেন তিনি। ভারতের হয়ে ২৬ টেস্ট, ১৯১ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি খেলেছেন অজিত আগারকার। বাংলাদেশ নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ সফল। যোগ্য দল হিসেবেই তারা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে। চ্যাম্পিয়ন হওয়া থেকে তারা মাত্র দুই কদম দূরে।’
গ্রুপপর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান মাহমুদুল্লাহ’র ব্যাটিংয়ে মুগ্ধ তিনি। ৩৯ বছর বয়সী আগারকার বলেন, ‘তারা প্রথম দুই ম্যাচে ভাল খেলতে পারেনি। কিন্তু শেষ ম্যাচে তারা ছিল দুর্দান্ত। ৩৩ রানে ৪ উইকেট হারানোর পর ম্যাচ জেতা সহজ ছিল না। কিন্তু সাকিব ও মাহমুদুল্লাহ সেটা দারুণভাবে সম্ভব করে। ওই ম্যাচের আগে বেশ কিছুদিন সাকিব মলিন ছিল। কিন্তু সময় মতো সে ঠিকই নিজেকে চেনায়। আর মাহমুদুল্লাহ ২০১৫ বিশ্বকাপ থেকে মুগ্ধ করে চলেছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন