শিল্পী সমিতির নির্বাচন নিয়ে দ্বিধায় ফেরদৌস
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে। এরই মধ্যে দুটি প্যানেল নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে। মিশা সওদাগর ও জায়েদ খান এরই মধ্যে নিজেদের প্যানেল করার ঘোষণা করেছেন। অন্যদিকে ওমর সানী ও ফেরদৌস মিলে একটি প্যানেল করার ঘোষণা দেওয়া হয়েছিল ১৯ নভেম্বর ‘চাঁদনী’ ছবির একটি অনুষ্ঠানে। সভাপতি পদে নায়ক ওমর সানী একটি শক্ত অবস্থান তৈরি করলেও নায়ক ফেরদৌস জানিয়েছেন, নির্বাচন নিয়ে তিনি এখনো দ্বিধায় রয়েছেন।
এ বিষয়ে ফেরদৌস বলেন, ‘আমি আসলে আনুষ্ঠানিকভাবে কখনো বলিনি যে নির্বাচন করব। নিজের কাজ নিয়ে এমনিতেই একটু ব্যস্ততার মধ্যে আছি। এ কারণেই নির্বাচনে সময় দিতে পারব কি না জানি না। আমি আমার কাজের শিডিউল মিলিয়ে দেখছি নির্বাচন করতে পারা সম্ভব হবে কি না। যদি সময় পাই তাহলে নির্বাচন করতে পারি।’
পূর্বতন ঘোষণার বিষয়ে ফেরদৌসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আসলে সানী ভাই চাইছিলেন আমি যেন ওনার সঙ্গে জুটি হয়ে প্যানেল করি। আমি ওনাকে বলেছি বিষয়টি আমি ভেবে দেখব। কিন্তু আমি আসলে এখনো এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিনি। যদি নির্বাচন করি তা হলে আমি সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব।’
২০১৫ সালের ৩০ জানুয়ারি শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি নির্বাচিত হন শাকিব খান ও সাধারণ সম্পাদক হন অমিত হাসান। একই নির্বাচনে নায়ক ওমর সানী সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। নিয়ম অনুযায়ী নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন