শিল্পী সমিতির পদ ছাড়লেন মৌসুমী, কিন্তু কেন??

চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ থেকে ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নিলেন ঢাকাই চলচ্চিত্রের উজ্জ্বল মুখ চিত্রনায়িকা মৌসুমী। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান জয়লাভ করেন। কিন্তু মৌসুমী ওমর সানি-অমিত হাসান প্যানেল থেকে কার্য নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন। শিল্পী সমিতির অভিষেক অনুষ্ঠানেও দেখা যায়নি এই অভিনেত্রীকে।
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর ৩ জুলাই সোমবারে সাক্ষরিত অব্যাহতি পত্রে মৌসুমী লেখেন, ‘আমি বাংলাদেশ শিল্পী সমিতির ২০১৭-২০১৯ মেয়াদে কার্য নির্বাহী পরিষদ সদস্য পদে নির্বাচিত হই। আমার ব্যক্তিগত নানাবিধ সমস্যা থাকার কারণে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব নয়। সে কারণে আমি উক্ত পদ হতে পদত্যাগ করতে আগ্রহী। ‘
সভাপতি পদে ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন মিশা সওদাগর। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৌসুমীর প্যানেল থেকে ওমর সানি ১৫৩ ভোট পেয়ে পরাজিত হন। অপরদিকে ২৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন জায়েদ খান। তার প্রতিদ্বন্দ্বী অমিত হাসান পান ১৪৫ ভোট।
পরবর্তীতে ওমর সানি ভোট পুনর্গণনার আবেদন করলেও ভোটের খুব বেশি হেরফের হয়নি। নির্বাচনে অংশগ্রহণ করে তিনটি প্যানেল, ওমর সানি-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন