শিল্প-সংগীত বাঁচাতে জঙ্গিবাদের ধ্বংস অনিবার্য : তথ্যমন্ত্রী
শিল্প-সংগীত বাঁচাতে জঙ্গিবাদের ধ্বংসকে অনিবার্য বলে বর্ণনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, ‘জঙ্গিবাদ যেমন মানুষ, দেশ ও জাতির শত্রু, তেমনি শিল্প, সাহিত্য, সংগীতসহ সৃষ্টিশীল সব প্রতিভা বিকাশেরও শত্রু। তাই শিল্প-সংগীত বাঁচাতে জঙ্গিবাদকে ধ্বংস করতেই হবে, এর বিকল্প নেই। আর একাজে শিল্পীদেরও এগিয়ে আসতে হবে।’
আজ সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা হলে ডিজিটাল মিউজিক মাল্টিমিডিয়া লিমিটেড’র উদ্বোধন ও তাদের প্রকাশিত দশটি সংগীত এলবামের মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর বিশ্বের সাথে এগিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ের সাথে একাত্মতা ঘোষণার জন্য ডিজিটাল মিউজিক মাল্টিমিডিয়া লিমিটেড’র প্রতি অভিনন্দন জানান। দেশব্যাপী এজেন্টদের মাধ্যমে এ বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রকাশিত সংগীত ডাউনলোডের ব্যবস্থারও প্রশংসা করেন হাসানুল হক ইনু।
ডিজিটাল মিউজিক মাল্টিমিডিয়া লিমিটেড’র চেয়ারম্যান তানিয়া হক শোভার সভাপতিত্বে বিশিষ্ট লালনগীতি শিল্পী ফরিদা পারভীন, পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল আহসান জুয়েল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ফয়জুল মুনির চৌধুরী এবং গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম টিটু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
পরে শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে জাতীয় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন