শিশিরকে হয়রানি না করতে আদালতের নির্দেশ
ফাঁসির সাজাপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরকে হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের চেম্বার আদালত।
একইসঙ্গে নিজামী ও মুজাহিদের ২ আইনজীবীর হয়রানি বন্ধে করা আবেদনের ওপর শুনানি হবে ২ নভেম্বর। চেম্বার বিচারপতি হাসামন ফয়েজ সিদ্দিকী মঙ্গলবার এ আদেশ দেন।
আজ মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত আবেদনটি শুনানির জন্য পূনাঙ্গ বেঞ্চে পাঠিয়ে এ আদেশ দেন।
আজ আদালতে দুই আইনজীবীর পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে আদালত থেকে বেরিয়ে অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, আদালত মুজাহিদের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে সহায়তা করতে শিশির মনির কে যেন হয়রানি না করা হয় সে বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে নিশ্চিত করতে বলেছেন।
এর আগে গত ২৫ অক্টোবর অ্যাডভোকেট শিশির মনির ও অ্যাডভোকেট আসাদ উদ্দিনকে হয়রানি না করার নির্দেশনা চেয়ে আপিলবিভাগে একটি আবেদন করা হয়।
নিজামীর মামলার এক আইনজীবী ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিকী সাংবাদিকদের জানান, মামলা দু’টি চলাকালীন প্রধান আইনজীবী বাংলাদেশসুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহাবুবহোসেনকে সহযোগিতায় অন্য আইনজীবীদের হয়রানি না করতে এবংপেশাগত দায়িত্ব পালনে বাধা না দেয়া হয়, আবেদনে এ ব্যাপারে নির্দেশনাচাওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর সন্ধায় আইনজীবী শিশির মনিরেরমোহাম্মদপুরের বাসায় পুলিশ দুই দফা অভিযান পরিচালনা করে পুলিশ।একইদিন আরেক আইনজীবী অ্যাডভোকেট আসাদ উদ্দিনকে যমুনা সেতুরপশ্চিম পাড়ের কড্ডার মোড় থেকে একইদিন দুপুর ২টায় ডিবি পুলিশ বাসথেকে তুলে নিয়ে গেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেছিল তার পরিবারের সদস্যরা।তবে অ্যাডভোকেট আসাদকে ২৫ অক্টোবর বিকেলে আদালতে হাজির করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন