শিশিরের জন্য সিপিএল খেলতে চান সাকিব
২০১৩ সালে প্রথমবারের মতো ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) মাতান সাকিব আল হাসান। সেবার বারবাডেজ ট্রাইডেন্টসের হয়ে ৪ ওভারে ছয় রান দিয়ে নিয়েছিলেন মূল্যবান ৬ উইকেট। এর মধ্যে ছিল একটি মেডেন ওভারও। অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ঠিক পরের আসরে অবশ্য তার খেলা হয়নি বোর্ডের অনুমতি না পাওয়ায়।
এ বছরের জুলাইয়ে শুরু হবে সিপিএলের নতুন আসর। আসন্ন টুর্নামেন্টে বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে নিয়েছে জ্যামাইকা তালাওয়াশ। সাকিবকে দলে ভেড়াতে তালাওয়াশকে খরচ করতে হয়েছে ১ লাখ ১০ হাজার ডলার। এই দলে সাকিবের সঙ্গে রয়েছেন ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা, লাসিথ মালিঙ্গার মতো দুনিয়া কাঁপানো তারকারা।
ফের সিপিএলে খেলার জন্য মুখিয়ে রয়েছেন সাকিব। জানালেন, স্ত্রী শিশিরের জন্য আসরটিতে খেলবেন তিনি! বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘আমার স্ত্রী (শিশির) চায় আমি এই লিগে অংশগ্রহণ করি। কারণ আমরা সবগুলো দ্বীপ ঘুরে দেখতে চাই। খুঁজে বের করতে চাই কোন দ্বীপটা সবচেয়ে দৃষ্টিনন্দন!’
সিপিএলের চতুর্থ আসরে জ্যামাইকা তালাওয়াশের হয়ে শিরোপা জয়ের লক্ষ্যে টুর্নামেন্টের শুরু থেকেই মাঠে নামার ব্যাপারে আশাবাদী সাকিব। বলেন, ‘আমি মনে করি, আমাদের দলটি বেশ ভালো। সবাই একসঙ্গে পারফর্ম করতে পারলে লিগের ম্যাচগুলো জিততে পারব।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন