শিশুকে যৌন নিপীড়নের দায়ে চিকিৎসক রিমান্ডে
১২ বছরের এক ছেলে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে রাজধানীর একটি সরকারি হাসপাতালের চিকিৎসকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী ওই চিকিৎসকের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ওই চিকিৎসককে আদালতে হাজির করে তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।
রিমান্ড আবেদনে বলা হয়, চিকিৎসক ওই ছেলেটিসহ আরো ছয়-সাত জন ছেলে শিশুর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলেন। এসব ছেলেকে কাছে রাখার জন্য তিনি প্রায়ই চকলেট, নাশতা খাওয়াতেন। মাঝেমধ্যে ভালো রেস্তোরাঁয় নিয়ে খাওয়াতেন। ওই সরকারি হাসপাতাল সংলগ্ন একটি বাসায় একা থাকেন তিনি। কয়েক দিন আগে ওই চিকিৎসক শিশুটিকে বাসায় ডেকে নিয়ে যান। পরে শিশুটি তার দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়। শিশুটির মা গতকাল বৃহস্পতিবার মামলা দায়ের করেন। ওই মামলায় গতকালই অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। ওই চিকিৎসক এর আগেও অল্পবয়সি ছেলেদের ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন বলে অভিযোগ আছে। তাই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন