শুক্রবার, জুলাই ৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন সেতুমন্ত্রী

মুখের অবয়বটা অন্য সাধারণ দশটা শিশুর মতো নয়। পুরো মুখ জুড়েই একটি মাংসপিণ্ড এমনভাবে বড় হয়েছে তাতে শিশুটির নাক ও গালের কোন অস্তিত্বই বোঝা যাচ্ছে না। মুখ আছে কিনা সেটিও বোঝার উপায় নেই। দুটি চোখের একটি কিছুটা স্বাভাবিক হলেও অপর চোখটি ওই মাংসপিণ্ডের গর্তে যেন ঢুকে রয়েছে।

এই শিশুটির চিকিৎসা নিয়ে পরিবার যখন দুশ্চিন্তায় তখন

শিশুটির চিকিৎসার দায়িত্ব গ্রহণের ঘোষণা দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শিশুটির নাম চিংরু ম্রো। মাত্র ১১ মাস বয়স। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটে ভর্তি রয়েছে। শনিবার (২৮ মে) সকালে ঢামেক হাসপাতালে এ শিশুটিকে দেখতে এসে তার চিকিৎসার সব ব্যয়ভার বহনের ঘোষণা দেন ওবায়দুল কাদের। দেশে চিকিৎসা সম্ভব না হলে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। অবশ্য এ শিশুটিকে ঢামেক হাসপাতালে ভর্তির পেছনেও রয়েছে সেতুমন্ত্রীর সহযোগিতা।

বান্দরবানের থানচি উপজেলার ফান্সি ইউনিয়নের চেয়ারম্যান মাংসার ম্রোর ফেসবুক পেইজে এ শিশুটির একটি ছবি আপ করা হয়। সেখান থেকে মন্ত্রীর এক বন্ধু (মন্ত্রী তার বন্ধুর নাম প্রকাশ করতে চাননি) শিশুটির ছবি শেয়ার করেন এবং তা মন্ত্রীর নজরে পড়ে। তখন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার বন্ধুর সঙ্গে যোগাযোগ করে শিশুটির বিষয়ে খোঁজ নেন এবং তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন। মন্ত্রীর ওই বন্ধুটি ফান্সি ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে মন্ত্রীর আগ্রহের বিষয়টি জানান। পরবর্তীতে ফান্সি ইউনিয়নের চেয়ারম্যান শিশুটির মা-বাবার সঙ্গে যোগাযোগ করে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। শুক্রবার তারা বান্দরবান থেকে ঢাকায় আসেন। শনিবার (২৮ মে) সকালে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড পাস্টিক সার্জারি ইউনিটে শিশুটিকে ভর্তি করেন।

শিশুটির বাবার নাম সিংরাও ম্রো। মায়ের নাম পাইংপাও ম্রো। ৩ সন্তানের মধ্যে এ কন্যা সন্তানটি সবার ছোট। তাদের আর্থিক অবস্থা মোটেও ভালো নয়। পাহাড়ে জুমচাষ করে জীবিকা নির্বাহ করেন তারা।

জন্মের পর থেকেই শিশুটির মুখে বড় ধরনের মাংসপিণ্ড ছিল। ধীরে ধীরে তা আকৃতিতে বড় হয়েছে। এখন পুরো মুখটাই ওই মাংসপিণ্ডে ঢেকে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, এটি এক ধরনের টিউমার এবং চিকিৎসার মাধ্যমে এটি সরানো সম্ভব।

বান্দরবানের ফান্সি ইউনিয়নের চেয়ারম্যান মাংসার ম্রো জানান, ‘২০-২২ দিন আগে লোক মারফত ওই শিশুটির অসুস্থ হওয়ার সংবাদ পান। পরে তিনি ফেসবুকে বিষয়টি দেন।’

শনিবার সকাল ১০টায় ঢামেক হাসপাতালে শিশুটি দেখার পর সেতুমন্ত্রী বলেন, থানচি আমার খুবই পছন্দের জায়গা। ফেসবুকে এক বন্ধুর মাধ্যমেই এ শিশুটির খবর জানতে পেরেছি। শিশুটির চিকিৎসা এখানেই (ঢামেক হাসপাতাল) চলবে। যদি ঢামেক হাসপাতালে চিকিৎসার সমস্যা হয় তাহলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। এ শিশুর চিকিৎসার সার্বিক দায়িত্ব আমি নিয়েছি।’

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্তলাল সেন দ্য রিপোর্টকে বলেন, শিশুটিকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। প্লাস্টিক ও নিওরো সার্জারির চিকিৎসকরা তার চিকিৎসার বিষয়টি দেখবেন। এ ধরনের রোগীর সংখ্যা একেবারে বিরল নয়। ঢাকা মেডিকেল কলেজেই তার চিকিৎসা সম্ভব।

এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল

ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর

ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা
  • দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরে পেল জামায়াত
  • উপদেষ্টা: গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সক্ষম সদস্যরা অগ্রাধিকার পাবেন চাকরিতে 
  • ইরানে সরকার পরিবর্তন চান না ট্রাম্প
  • কমলো স্বর্ণের দাম, ভরি পৌনে দুই লাখের কাছাকাছি
  • ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর গুলি, ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭১
  • গোলাম পরওয়ার: নির্বাচন সুষ্ঠু না হলে মহাদুর্যোগ নেমে আসবে
  • আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র