শিশুর মতো কাঁদলেন মাশরাফি
তাসকিন আহমেদ আর আরাফাত সানির নিষেধাজ্ঞা কোওভাবেই মানতে পারছেন না মাশরাফি বিন মতুর্জা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনের প্রায় পুরো সময় চললো এই দুজনের নিষেধাজ্ঞা প্রসঙ্গে। সংবাদ সম্মেলন শেষে বের হয়ে অঝোরে কাঁদলেন টাইগার অধিনায়ক।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের বাকি ম্যাচগুলোতে তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে ছাড়াই খেলতে হবে মাশরাফি বাহিনীকে। সংবাদ সম্মেলনে আসার আগেই বিমর্ষ ছিলেন মাশরাফি। সাংবাদিকদের সামনে অনেক কষ্টে কান্না চেপে রাখলেও শেষ পর্যন্ত সম্মেলন শেষ হয়ে বাইরে এসেই শিশুদের মতো কাঁদতে শুরু করলেন।
প্রথমেই প্রশ্ন করা হয়, তাসকিন ও সানি না থাকাটা দলের জন্য কত বড় ধাক্কা? মাশরাফি বলেন, ‘তারা নিষেধাজ্ঞা পাওয়ায় আমরা সত্যিই বিমর্ষ। এটা অপূরণীয় ক্ষতি। আইসিসির এমন সিদ্ধান্ত সত্যিই হতাশাজনক।’
সানির বিষয়ে কিছুটা নমনীয় হলেও তাসকিনের নিষেধাজ্ঞার বিষয়টি কোওভাবো মানতে পারছেন না তিনি। ‘হতে পারে আরাফাত সানির বোলিং ত্রুটিপূর্ণ, কিন্তু তাসকিনেরটা কোনভাবেই নয়।’বিশ্বকাপে এখনো তিনটি ম্যাচ বাকি রয়েছে। বাংলাদেশ স্পিন ও পেস দুই বিভাগেই ছন্দ হারিয়েছে বলে মনে করেন টাইগার দলপতি।
তিনি বলেন বলেন, তাদের ছাড়া মাঠে নামলে আমরা অনেক কিছু মিস করবো। আমাদের ছন্দই যেন হারিয়ে গেল।’ #সমকাল
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন