শিশুর শরীরের কোথাও কেটে গেলে করণীয় কী?
পাশের ঘর থেকে হঠাৎ করে শিশুর চিৎকার। তাড়াতাড়ি গিয়ে দেখলেন, হাত দিয়ে রক্ত পড়ছে। কিন্তু রক্ত দেখে আপনিও যদি হৈচৈ শুরু করে দেন, তাহলে বাচ্চার কান্না আরো বেড়ে যাবে। এ অবস্থায় মাথা ঠান্ডা রাখুন।
প্রথমে কাটা জায়গাটা পরীক্ষা করে দেখুন, ক্ষত কতটা গভীর ও ব্যাপক। যদি কোনো বস্তু বা কাচের টুকরো লেগে থাকে, সেগুলো উঠিয়ে নিন। এরপর জায়গাটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি দেখেন যে রক্ত পড়া বন্ধ হচ্ছে না, তাহলে তুলা বা পরিষ্কার কাপড় দিয়ে জায়গাটা প্রয়োজনমতো ১০ থেকে ১৫ মিনিট চেপে ধরে রাখুন। ক্ষতস্থানকে একটু ওপর করে ধরে রাখলে তা রক্তপাত বন্ধ করতে সাহায্য করে।
খুব ছোট ক্ষত হলে অ্যান্টিসেপটিক লাগিয়ে কাটার স্থানটা খোলা রাখতে পারেন। ক্ষত বড় হলে গজ দিয়ে ব্যান্ডেজ করে নেওয়া ভালো। নোংরা ও ধারালো বস্তু দিয়ে কাটলে বা ক্ষত গভীর হলে অনেকেই মনে করেন, টিটেনাস ইনজেকশন দিতে হবে। মূলত এ ক্ষেত্রে বাচ্চাকে ইমিউনোগ্লোবিউলিন (টিআইজি) ইনজেকশন দিতে হয়। আর যেকোনো ক্ষতে টিটেনাস ইনজেকশন লাগবে কি না, সেটা নির্ভর করে ক্ষতের প্রকৃতি, কত দিন আগে বাচ্চাকে টিকা দেওয়া হয়েছিল ইতাদির ওপর। এ ব্যাপারে তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কখন হাসপাতালে নেবেন
- রক্ত পড়া বন্ধ না হলে।
- ক্ষত খুব গভীর হলে।
- অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বাচ্চা অজ্ঞান হলে বা শকে চলে গেলে।
- বাচ্চার হিমোফিলিয়া নামক রক্তের রোগ থাকলে অল্প কেটে গেলেও হাসপাতালে নেওয়া উচিত।
প্রতিরোধ
- বাচ্চার নাগালের মধ্যে ছুরি, কাঁচি ইত্যাদি না রাখা।
- শিশুদের খেলনা কেনার সময় তার চারপাশ এবং কোনা যেন ধারালো না থাকে।
- খুব ছোট শিশুদের কখনো একা রাখা উচিত নয়। পরিবারের কেউ একজন যেন বাচ্চার দিকে নজর রাখে, তার ব্যবস্থা করা।
লেখক : শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
এই সংক্রান্ত আরো সংবাদ
কল-কারখানায় কোনো শিশুশ্রম নেই: প্রতিমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর স্কুল থেকে শেখা বদভ্যাস থামাবেন যেভাবে
স্কুল থেকে শিশুরা জীবনের দিকনির্দেশনা পেয়ে থাকে। প্রয়োজনীয় বিভিন্ন নিয়মকানুনবিস্তারিত পড়ুন