শিশু ইমনের খোঁজ পাওয়া গেছে

রাজশাহীর পবা উপজেলায় দুই স্কুলছাত্রকে নির্যাতনের ঘটনায় নিখোঁজ শিশু ইমনের খোঁজ পাওয়া গেছে।
রোববার রাতে তাকে পবা উপজেলা সুন্দলপুর গ্রামে তার নানা বাড়ি থেকে উদ্ধার করা হয়। ভয় আর আতঙ্কে ইমন নির্যাতনকারীদের হাত থেকে ছাড়া পেয়ে পালিয়ে ছিল।
উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মনসুর রহমান জানান, রোববার রাত ৯টার দিকে ইমন তার নানা সোলাইমানের বাড়িতে উপস্থিত হয়। সে শারীরিকভাবে চরম অসুস্থ ছিল। নানা বাড়িতে উপস্থিত হওয়ার পরে ইমনের মামা আব্দুল খালেক পবা থানা পুলিশকে সংবাদ দেন।
রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ইমনের নানা বাড়িতে উপস্থিত হয় ও পরে তাকে পবা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত দুইদিন ধরে কোথায় ছিল সেই বিষয় ইমন কিছুই বলতে পারেনি।
এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, রাত ৯টার দিকে থানায় ফোন করে ইমনের মামা ইমনকে পাওয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করে। সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। ইমনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ, গত ১২ ফেব্রুয়ারি শুক্রবার চুরির অপবাদ দিয়ে উপজেলার বাগসারা গ্রামের ইমরানের ছেলে জাহিদ হাসানকে পাশবিক নির্যাতন চালায় পার্শ্ববর্তী চৌবাড়িয়া গ্রামের পলাশ, নাসির উদ্দিন, জামাল, রাজ্জাক, অনিক ও তুহিনসহ আরও কয়েকজন। এ সময় জাহিদের সহপাঠি ইমনকেও নির্যাতন করে তারা। শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত জাহিদকে ধরে মারপিট করা হয়।
আহত শিক্ষার্থী জাহিদকে উদ্ধার করে পবা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলেও এখন পর্যন্ত ইমনের কোনো খোঁজ পাওয়া যায়নি।
এদিকে, ঘটনাটি ধামাচাপা দিতে নির্যাতনকারীরা উঠে পড়ে লেগেছে। এ নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন