শিশু টুটুল হত্যা মামলায় চারজনের ফাঁসি


কিশোরগঞ্জের পাকুন্দিয়া চরকাউনা এলাকায় মেমোরিয়াল কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র শফিকুল হাসান টুটুল (১২) হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২ মে) কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইবুনালের বিচারক মো. আওলাদ হোসেন ভুঁইয়া এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. সোহাগ মিয়া (৪০), দুলাল মিয়া (৪০), ডালিম মিয়া (৩০) ও আমিনুল হক (২৭)। তাদের সবার বাড়ি পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামে ।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৮ আগস্ট স্কুলে যাওয়ার পথে অপহৃত হয় টুটুল। পরে তার মুক্তিপণের জন্য ১০ লাখ টাকা দাবি করা হয়। পরদিন টুটুলের বাবা কামাল উদ্দিন কিশোরগঞ্জ থানায় একটি মামলা করেন।
পরে চরকাউনা বাজারের পাশে একটি ঝোঁপ থেকে টুটুলের লাশ উদ্ধার হয়। এরপর অপহরণের মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়। ওই বছরের ১১ ডিসেম্বর টুটুলদের পরিবারের ঘনিষ্ঠ প্রতিবেশী দুলাল মিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেন তদন্ত কর্মকর্তা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













