শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
যশোরে শিশু ধর্ষণ মামলায় মহসিন নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১২ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) অমিত কুমার দে এ আদেশ দেন। দণ্ড পাওয়া মহসিন শহরতলীর ঝুমঝুমপুরের আব্দুর রহমানের ছেলে। আদালতের পিপি ইদ্রিস আলী এ তথ্য জানান।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেছেন বিশেষ পিপি ইদ্রিস আলী। মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ৭ মার্চ বিকেলে ওই শিশু (১০ বছর) যশোর সদরের ঝুমঝুমপুর ফরেস্ট অফিসের ভেতর পাতা কুড়াতে যায়। এসময় আসামি মহসিন বাগানে ঘাস কাটছিল। শিশুটির কাছে গিয়ে নানা কথাবার্তার এক পর্যায়ে ঘাসকাটা কাঁচির ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। শিশুটি বাড়ি গিয়ে তার মাকে ঘটনাটি জানায়।
এ ব্যাপারে শিশুটির বাবা মহসিনকে আসামি করে কোতোয়ালি থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।
এ মামলার তদন্ত শেষে মহসিনকে অভিযুক্ত করে ওই বছরের ৩০ এপ্রিল আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম।
মামলার সাক্ষ্য শেষে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
সাজাপ্রাপ্ত মহসিনকে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন