‘শিশু নির্যাতনকারীদের পাগলা গারদে পাঠানো উচিত’
যারা শিশুদের গায়ে হাত তোলে তারা বিকারগ্রস্থ।তাদেরকে পাগলা গারদে পাঠানো উচিত। এই কথা বলেছেন ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু।
মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে বেসরকারি সাহায্য সংস্থা (এনজিও) ডিস্ট্রেস্ড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্ট ইন্টারন্যাশনালের (ডিসিআই) এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘আপনার বাচ্চাকে কী আপনি খুন্তি দিয়ে মারধর করবেন? অত্যাচার করে ছাদ থেকে ফেলে দেবেন? যারা এই ধরনের কাজ করে তারা কি বিকারগ্রস্থ নয়? তাদেরকে বিচারের আওতায় আনা হোক।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, শিশুদের স্বাস্থ্য, শিক্ষা এবং উপার্জনের সুযোগ নিশ্চিত করার জন্য তহবিল সংগ্রহের জন্য আগামী ৩ ফেব্রুয়ারি একটি কনসার্টের আয়োজন করেছে ডিসিআই।কনসার্টটি রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে বিকাল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে।
ডিসিআই মূলত বিভিন্ন মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার সুরক্ষা ও তাদের পরিবারের জন্য কাজ করে থাকে। যেসব ছোট শিশু বাসা বাড়িতে কাজের বিনিময়ে থাকে তাদের জন্যও প্রতিষ্ঠানটি কাজ করছে।
এসব শিশুদের সহযোগিতা করছে বাংলাদেশের প্রাইভেট খাতের প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সঙ্গীতশিল্পী হায়দার আলী। তিনি বলেন, ‘আমরা গান গাই। গান দিয়ে মানুষের কথা বলি। কিন্তু যারা সরাসরি শিশুদের জন্য কাজ করছে তাদেরকে সহযোগিতা করি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি এবং সিইও মমিনুল ইসলাম, ডিসিআই এর প্রধান নির্বাহী পরিচালক এবং প্রতিষ্ঠাতা ডা. এহসান হক।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন