শিশু সিনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
জন্মগতভাবেই হৃদরোগের ঝুঁকি নিয়ে জন্মেছে ৯ বছর বয়সি সিনহা। সিনহার বাবা হায়দার আলী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার বেতুয়া গ্রামের বাসিন্দা। তিনি অন্যের বাড়িতে দিনমজুরি করেন। গত ১১ মে তার শিশু কন্যা সিনহাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শরীর শুকিয়ে বুকের হাড় বেরিয়ে পড়েছে স্কুল পড়ুয়া সিনহার। মুখে হাসি নেই, শরীরে শক্তি নেই। হাসপাতালের বেডে ঠাঁই না হয়ে অন্যদের মতো সিনহার জায়গা হয়েছে মেঝেতে। সিনহার সঙ্গে মেঝেতে থাকছেন তার বাবা হায়দার আলী ও মা জোসনা বেগম।
জোসনা বেগমের কোলে ২ বছরের বাচ্চা (ছেলে)। সিনহার মতো জোসনা বেগমের মুখও মলিন। মুখে দুশ্চিন্তার দাগ।
এ ব্যাপারে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালের চিকিৎসক ডা. রুহুল আমিন খান বলেন, শিশুটি হার্টে হৃদরোগের ত্রুটি নিয়েই জন্মেছে। সে পিডিএ প্যাশেন্ট। এটি হলো ধ্বনি ও শিরার মাঝখানে অস্বাভাবিক সংযোগ। বাইপাস সার্জারি করলেই ভাল হয়ে যাবে আশা করি।
শিশু সিনহার বাবা দিনমজুর হায়দার আলীর বলেন, বাবার ১০ শতক জায়গার উপর তিন ভাই থাকি। চড়ায় (মাঠে) জমিজমা নেই। মানুষের বাড়িতে কাজ করে খাই। ৩ মেয়ে আর ১ ছেলের মধ্যে বড় মেয়ে দুটির বিয়ে দিয়েছি। সিনহা তিন নম্বরের মেয়ে। সবার ছোট ছেলের বয়স ২ বছর। মেয়েদের বিয়ে দিয়ে এমনিতেই সব শেষ। এর উপর সিনহার চিকিৎসার ব্যয় টানতে গিয়ে আমি পাগল হয়ে গেছি। ছোটবেলা থেকেই ওর শ্বাসকষ্ট। তখন স্থানীয়ভাবে ডাক্তার দেখালেও বুঝতে পারিনি যে এটা হৃদরোগ। সিনহার বয়স যখন ৫ বছর তখন জানতে পারি সে জন্ম থেকেই হৃদরোগে আক্রান্ত।
কান্নাজড়িত কণ্ঠে হায়দার আলী বলেন, সিনহার পেছনে দুই আড়াই লাখ টাকা খরচ হয়ে গেছে। ধার-দেনা করে, মানুষের কাছে হাত পেতে এ টাকার যোগান দিয়েছি। কিন্তু এখন বাইপাস সার্জারিসহ চিকিৎসা ব্যয় মেটাতে আরো দেড় দুই লাখ টাকা প্রয়োজন। কিন্তু, এতো টাকা কোথায় পাব।
সিনহার মা জোসনা খাতুন আবেগতাড়িত হয়ে বলেন, মেয়েটা আমার ঘুমাতে পারে না। নিঃশ্বাস নিতে পারে না। বুকের মধ্যে এমনভাবে ধরফড় করে যেন কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। ভাই আমার মেয়েটাকে বাঁচান। শিশু সিনহাকে বাঁচাতে আর্থিক সহায়তার আবেদন করেছেন তার বাবা ও মা।
সাহায্য করতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় : হায়দার আলী ০১৯৪৪৪০৫৯৭১ (বিকাশ), ০১৭৭১৮১৩৬০৮ নম্বরে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন