শিশু সৌরভ হত্যা মামলার আসামি গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি: জেলার কালীগঞ্জের চাঞ্চল্যকর শিশু সৌরভ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- বিপুল দাস ও আকাশক। বুধবার রাতে উপজেলার রায়গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় হত্যার কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত বছরের ২৭ ডিসেম্বর রায়গ্রামের বাবু দাসের ছেলে শিশু সৌরভ রহস্যজনকভাবে নিখোঁজ হয়।
নিখোঁজের পরদিন দুপুর ৩টার দিকে থানা পুলিশ নিহত শিশুর বাড়ির পাশের একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদ থেকে তার গলা কাটা, ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে।এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়। পুলিশ দীর্ঘদিন তদন্ত চালিয়ে হত্যার সঙ্গে জড়িত একই গ্রামের বিশ্বজিতের ছেলে বিপুল ও গোপাল দাসের ছেলে আকাশকে গ্রেফতার করে।কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসনে জানান, শিশু সৌরভ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় হত্যাকাজে ব্যবহৃত ছুরিও উদ্ধার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন